হোম > সারা দেশ > কুষ্টিয়া

ছাত্রীর সন্তানকে কোলে নিয়ে ক্লাস করলেন শিক্ষক

ইবি (কুষ্টিয়া) প্রতিনিধি

ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) দাওয়াহ অ্যান্ড ইসলামিক স্টাডিজ বিভাগের ২০১৮-১৯ শিক্ষাবর্ষের শিক্ষার্থী তাসকিয়া। করোনায় বিয়ে হয়ে যায় তাঁর। বিয়ের পর তিনি একটি ছেলে সন্তানের জন্ম দেন। 

এদিকে দীর্ঘ বন্ধের পর ক্যাম্পাসে শুরু হয় সশরীরে ক্লাস। তাসকিয়া ক্লাসে হাজির হলেন ছেলে সন্তানকে নিয়ে। বাচ্চাকে নিয়ে বসে গেলেন ড. কামরুজ্জামানের ক্লাসে। ক্লাসে কিছুক্ষণ পরপরই বিরক্ত করছিল সে। এতে মনোযোগ বিঘ্নিত হচ্ছিল ছাত্রীর। বিষয়টি চোখে পড়ে ক্লাস শিক্ষক ড. কামরুজ্জামানের। বাচ্চাটিকে কোলে তুলে নেন শিক্ষক। বাকি সময়টা তাকে কোলে নিয়েই ক্লাস করান শিক্ষক। বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন গ্রুপে সেই ছবি রীতিমতো হইচই ফেলে দিয়েছে। প্রশংসায় ভাসছেন তিনি। 

ঘটনাটি ঘটেছে গতকাল মঙ্গলবার সকাল সাড়ে ১০টায় বিভাগের দ্বিতীয় বর্ষের বেসিক ইংলিশের ক্লাস নিতে আসেন অধ্যাপক ড. কামরুজ্জামান। ক্লাস নেওয়ার সময় ছাত্রীর দেড় বছরের ছেলে আবরারের দিকে দৃষ্টি যায় তাঁর। এরপর তিনি তাকে কোলে নিয়ে পুরো ক্লাস করান। 

এ বিষয়ে ড. কামরুজ্জামান বলেন, আমি শিক্ষার্থীদের সঙ্গে সব সময় বন্ধুত্বপূর্ণ আচরণ করার চেষ্টা করি। আজ ক্লাস নেওয়ার সময় দেখি, আমার ছাত্রী সন্তান নিয়ে ক্লাসে এসেছেন। তার সুবিধার্থে আমি বাচ্চাটিকে কোলে নিয়ে ক্লাস করাই। আমি মনে করি, শিক্ষক-শিক্ষার্থী সম্পর্কটি সৌহার্দ্যপূর্ণ হলে শিক্ষার্থীরা পড়াশোনায় আরও মনোযোগী ও আগ্রহী হবে। 

আবাসিক হোটেল থেকে জাপা নেতার মরদেহ উদ্ধার

খুলনায় সন্ত্রাসীদের গুলিতে সাংবাদিক নিহত, প্রাণিচিকিৎসক আশঙ্কাজনক

খুলনায় সন্ত্রাসীদের গুলিতে সাংবাদিক নিহত

খুলনায় আদালত প্রাঙ্গণে জোড়া খুনের ঘটনায় যুবক গ্রেপ্তার

রাজনৈতিক দলগুলোর কাছে ১৩ দফা দাবি পরিবেশ ও উন্নয়ন ফোরামের

প্রার্থীর আবেদনের ভিত্তিতে নিরাপত্তা দেওয়া হবে: কেএমপি কমিশনার

আমির হামজার বক্তব্যের কঠোর সমালোচনা করে জাতীয় মুক্তি কাউন্সিলের বিবৃতি

খুলনায় আবাসিক হোটেল থেকে যুবকের লাশ উদ্ধার

সাত দফা দাবিতে মিরপুরে রেলপথ অবরোধ, দুই ঘণ্টা পর প্রত্যাহার

খুলনার পূর্ব রূপসায় যুবককে গুলি করে হত্যা