হোম > সারা দেশ > খুলনা

মহম্মদপুরে জামানত হারাচ্ছেন বর্তমান চেয়ারম্যানসহ ৯ প্রার্থী

মহম্মদপুর (মাগুরা) প্রতিনিধি

মাগুরার মহম্মদপুর উপজেলা পরিষদ নির্বাচনে নির্ধারিত ভোট না পাওয়ায় বর্তমান চেয়ারম্যানসহ ৯ প্রার্থী জামানত হারাচ্ছেন। গত মঙ্গলবার অনুষ্ঠিত দ্বিতীয় ধাপের উপজেলা পরিষদ নির্বাচনের ফলাফলে এ তথ্য জানা গেছে। 

উপজেলা পরিষদ নির্বাচনী বিধি অনুযায়ী, কোনো প্রার্থী নির্বাচনী এলাকার প্রদত্ত ভোটের ১৫ শতাংশ যদি না পান, তাহলে তাঁর জামানত বাজেয়াপ্ত হয়। এই হিসাবে মহম্মদপুরে ৯ জন প্রার্থী জামানত হারাচ্ছেন।

উপজেলা নির্বাচন কার্যালয় সূত্রে জানা গেছে, মহম্মদপুর উপজেলা নির্বাচনে চেয়ারম্যান ও ভাইস চেয়ারম্যান পদে মোট প্রদত্ত ভোটের সংখ্যা ৯৬ হাজার ৬২৯। প্রাপ্ত ভোটের শতকরা হার ৫৩ দশমিক ২৮। এই অনুযায়ী জামানত বাঁচাতে প্রতি প্রার্থীকে ১৪ হাজার ৪৯৪ দশমিক ৩৫ ভোট পেতে হবে।

ভোটের পরিসংখ্যান অনুযায়ী, মহম্মদপুর উপজেলায় চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বিতাকারী সাত প্রার্থীর মধ্যে পাঁচজন জামানত হারাচ্ছেন। তাঁরা হলেন আনিসুল ইসলাম হান্নান (৭ হাজার ৫৬৫ ভোট), উপজেলা আওয়ামী লীগের মহিলা বিষয়ক সম্পাদক মোছা. বেবী নাজনীন (৫ হাজার ৯৩৯ ভোট), যুবলীগ নেতা কাজী আনিসুর রহমান তৈমূর (৮৭৭ ভোট) বর্তমান চেয়ারম্যান আবু আব্দুল্লাহেল কাফী (৭২৪ ভোট) ও দীঘা ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা জাফর সাদিক (২৮৯ ভোট)। 

ভাইস চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বিতাকারী পাঁচ প্রার্থীর মধ্যে দুজন জামানত হারিয়েছেন। তাঁরা হলেন মুজিবর রহমান (৩ হাজার ৩১২ ভোট) ও সাংবাদিক আশরাফুল আলম সাগর (২ হাজার ৪১৩ ভোট)। এ ছাড়া মহিলা ভাইস চেয়ারম্যান পদে মোট ভোট পড়ে ৯৬ হাজার ৪৫৫টি। এতে উপজেলায় ভাইস চেয়ারম্যান পদে মুনমুন খান ৯ হাজার ২১৪ ভোট পেয়ে এবং শিল্পী সামাদ ৫ হাজার ৯৮২ ভোট পেয়ে জামানত হারাচ্ছেন। 

মহম্মদপুর উপজেলা নির্বাচন কর্মকর্তা (ভারপ্রাপ্ত) মো. মিলন আলী বলেন, ‘মোট ভোটের ১৫ শতাংশ ভোট পেলে প্রার্থী তাঁর জামানত ফেরত পাবেন। এ হিসাবে ৯ জন প্রার্থী কাঙ্ক্ষিত ভোট না পাওয়ায় জামানত ফেরত পাবেন না।’

এনসিপি পরিচয়ে আ.লীগ নেতার খোঁজে গিয়ে ২০ লাখ টাকা চাঁদা দাবি, আটক ৩

খুলনায় মুফতি আমির হামজার বিরুদ্ধে মামলা

খুলনার ৬ আসন: সর্বোচ্চ ব্যয় করবেন বিএনপির আলী আসগর লবী

দুর্যোগে বন্য প্রাণী রক্ষা করবে ‘টাইগার টিলা’

ঝিনাইদহে সেনাবাহিনীর টহলগাড়ির সঙ্গে ট্রাকের সংঘর্ষ, আহত ৪ সেনাসদস্য

খুলনায় নারীর ঝুলন্ত লাশ উদ্ধার

‘গুহা’ থেকে অপহৃত ম্যানেজার ২৪ ঘণ্টার মধ্যে উদ্ধার

দ্বিতীয় জানাজা শেষে ডাবলুর দাফন, ‘হত্যার’ বিচারের দাবি পরিবার ও নেতাদের

খুলনায় সন্ত্রাসীদের গুলিতে নিহত বিকুলের ভাড়া বাসা থেকে অস্ত্র-গুলি উদ্ধার

যশোরে গুঁড়িয়ে দেওয়া হলো ৭৪টি অবৈধ কয়লার চুল্লি