হোম > সারা দেশ > মেহেরপুর

আর একটু ধাক্কা দিলেই সরকার পড়ে যাবে: জয়নুল আবেদিন

মেহেরপুর প্রতিনিধি

বিএনপির ভাইস চেয়ারম্যান অ্যাড. জয়নুল আবেদিন বলেছেন, সরকারের বিদায় ঘণ্টা বেজে গেছে। পালাবার কোনো পথ নেই। আর একটু ধাক্কা দিলেই সরকার পড়ে যাবে। ২০১৮ সালের রাতের ভোটের মতো নির্বাচন করার সক্ষমতা সরকারের আর নেই।  

আজ শুক্রবার বিকেলে মেহেরপুর শহরের বোসপাড়ায় বিএনপির দলীয় কার্যালয়ের সামনে বেগম খালেদা জিয়ার মুক্তি, গায়েবি মামলায় গ্রেপ্তার, দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি ও দুর্নীতির প্রতিবাদসহ ১০ দফা দাবিতে বিএনপির জনসমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। 

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরকে উদ্দেশ্যে করে জয়নুল আবেদীন বলেন, কথায় কথায় বলেন খেলা হবে, খেলাতো অনেক আগেই শুরু হয়ে গেছে। এখন শুধু গোল দেয়া বাকি আছে। সারা দেশের লোক যখন ঢাকা শহরে যাবে তখন গোল হয়ে যাবে। সরকার পালাবার পথ পাবে না। শেখ হাসিনা বারবার চেষ্টা করেছে বিএনপিকে ভাঙতে। কিন্তু তারেক জিয়ার নেতৃত্বে বিএনপি এখনো টিকে আছে। 

সরকারকে উদ্দেশ্য করে তিনি আরও বলেন, দ্রব্যমূল্যরে ঊর্ধ্বগতি, গ্যাস বিদ্যুতের দাম বাড়ানোয় জনগণের পিঠ দেয়ালে ঠেকে গেছে। 

অনুষ্ঠানে প্রধান বক্তা ছিলেন খুলনা বিভাগীয় বিএনপির সাংগঠনিক সম্পাদক বাবু জয়ন্ত কুমার কুন্ডু। সভাপতিত্ব করেন জেলা বিএনপির সভাপতি মাসুদ অরুণ। বক্তব্য দেন জেলা বিএনপির সাধারণ সম্পাদক আমজাদ হোসেন, সহসভাপতি জাভেদ মাসুদ মিল্টন। বিএনপির দলীয় নেতা-কর্মীরা সমাবেশে অংশ নেয়।

খুলনায় দেশীয় অস্ত্র, গুলি ও মাদকসহ গ্রেপ্তার ৫

খুবির প্রথম বর্ষের চার ইউনিটের ভর্তি পরীক্ষার ফল প্রকাশ

খুলনায় সকাল থেকেই মনোনয়ন জমা দেওয়া শুরু

ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল আরোহী নিহত

খুলনায় দুর্বৃত্তদের হামলায় দুই যুবক গুরুতর আহত

খুলনায় শ্রমিক শক্তির নেতাকে গুলি: সহযোগীসহ শুটার ঢাকাইয়া শামীম গ্রেপ্তার

মাগুরা-২: রাজনীতি থেকে অবসরের ঘোষণা সাবেক এমপি কাজী সালিমুল হকের

খুলনায় মা হত্যায় ছেলে গ্রেপ্তার

খুলনায় শ্রমিক শক্তির নেতাকে গুলি: যুবশক্তির সেই নেত্রী কারাগারে

খুলনায় শ্রমিক শক্তির নেতা মোতালেব হত্যার চেষ্টা: মামলা ডিবিতে, গ্রেপ্তার তন্বি অন্তঃসত্ত্বা হওয়ার দাবি