হোম > সারা দেশ > যশোর

বেনাপোলে ভারত ফেরত কিশোরের করোনা পজিটিভ শনাক্ত

বেনাপোল (যশোর) প্রতিনিধি

ভারত থেকে করোনা পজিটিভ হয়ে এক কিশোর (১৩) দেশে ফিরেছে। আজ রোববার সন্ধ্যায় ভারতের পেট্রাপোল ইমিগ্রেশন হয়ে বেনাপোল চেকপোস্ট দিয়ে সে দেশে ফেরে। এ সময় তাঁর শরীরে তাপমাত্রা বেশি থাকায় ইমিগ্রেশন স্বাস্থ্য বিভাগে র‍্যাপিড অ্যান্টিজেন পরীক্ষায় সে পজিটিভ শনাক্ত হয়। পরে তাঁকে ২৫০ শয্যার যশোর জেনারেল হাসপাতালের করোনা ইউনিটের আইসোলেশনে ভর্তি করা হয়।

আক্রান্ত ওই কিশোরের বাড়ি বাগেরহাট জেলার শ্রীরামপুরে। টুরিস্ট ভিসা নিয়ে পরিবারের সঙ্গে সে ভারতে গিয়েছিল।

শার্শা উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. ইউছুফ আলী জানান, সম্প্রতি কয়েকটি দেশে করোনার নতুন ধরন দেখা দেওয়ায় সরকারের নির্দেশনায় ভারত ফেরত সন্দেহভাজন যাত্রীদের র‍্যাপিড অ্যান্টিজেন পরীক্ষা আবার শুরু করা হয়। এ সময় সে পজিটিভ শনাক্ত হয়। তাঁকে আইসোলেশনে নেওয়া হয়েছে। তবে ওই কিশোর করোনার নতুন ধরন বিএফ ৭ সংক্রমিত কি না তা পরবর্তীতে পরীক্ষাও করা হবে।

উল্লেখ্য, দেশে চীন ফেরত এক ব্যক্তির করোনার নতুন ধরন বিএফ ৭ সংক্রমণ শনাক্ত হওয়ায় গত ২৫ ডিসেম্বর থেকে ভারত ফেরত সন্দেহ ভাজন যাত্রীদের নতুন করে র‍্যাপিড অ্যান্টিজেন পরীক্ষা কার্যক্রম শুরু করে বেনাপোল ইমিগ্রেশন স্বাস্থ্য বিভাগ। এ পর্যন্ত ভারত ফেরত দুজন করোনা পজিটিভ শনাক্ত হয়েছে। তবে নতুন ধরন বিএফ ৭ কেউ আক্রান্ত হয়নি। 

আবাসিক হোটেল থেকে জাপা নেতার মরদেহ উদ্ধার

খুলনায় সন্ত্রাসীদের গুলিতে সাংবাদিক নিহত, প্রাণিচিকিৎসক আশঙ্কাজনক

খুলনায় সন্ত্রাসীদের গুলিতে সাংবাদিক নিহত

খুলনায় আদালত প্রাঙ্গণে জোড়া খুনের ঘটনায় যুবক গ্রেপ্তার

রাজনৈতিক দলগুলোর কাছে ১৩ দফা দাবি পরিবেশ ও উন্নয়ন ফোরামের

প্রার্থীর আবেদনের ভিত্তিতে নিরাপত্তা দেওয়া হবে: কেএমপি কমিশনার

আমির হামজার বক্তব্যের কঠোর সমালোচনা করে জাতীয় মুক্তি কাউন্সিলের বিবৃতি

খুলনায় আবাসিক হোটেল থেকে যুবকের লাশ উদ্ধার

সাত দফা দাবিতে মিরপুরে রেলপথ অবরোধ, দুই ঘণ্টা পর প্রত্যাহার

খুলনার পূর্ব রূপসায় যুবককে গুলি করে হত্যা