হোম > সারা দেশ > খুলনা

অশ্লীল ভিডিও বানিয়ে প্রতারণার হুমকি, দুই নারীসহ গ্রেপ্তার ৩ 

মাগুরা প্রতিনিধি

মাগুরায় নারী দিয়ে ফাঁদ পেতে অশ্লীল ভিডিও ধারণ ও মুক্তিপণ আদায়ের অভিযোগে দুই নারীসহ চক্রের মূল হোতাকে গ্রেপ্তার করেছে পুলিশ। আজ সোমবার এসব জানিয়েছেন মাগুরা জেলার অতিরিক্ত পুলিশ সুপার মো. কলিমুল্লাহ। 

এর আগে রোববার মাগুরার নিজনান্দুয়ালি এলাকায় অভিযান চালিয়ে চক্রের মূল হোতাসহ সহযোগী দুই নারী গ্রেপ্তার করা হয়। 

গ্রেপ্তারকৃতরা হলেন চক্রের মূল হোতা সদর উপজেলার নিজনান্দুয়ালী এলাকার মৃত সালেক শেখের ছেলে শাহিনুর শেখ (৪২)। অপর দুই নারী হলেন জুলেখা (৩৫) ও নদী (৩৫)। সেই সঙ্গে ভুক্তভোগী শামসু বিশ্বাসকে (৩৬) উদ্ধার করা হয়। তিনি মাগুরা সদরের ডেফুলিয়া গ্রামের বাসিন্দা। 

পুলিশ সুপার মো. কলিমুল্লাহ বলেন, ‘শামসু বিশ্বাস নামের এক ব্যক্তিকে অজ্ঞাত ব্যক্তিরা নতুন বাজার এলাকা থেকে অপহরণ করে নিয়ে যায়। এরপর তাঁর মোবাইল থেকে কল দিয়ে পরিবারের কাছে এক লাখ টাকা মুক্তিপণ দাবি করে। টাকা না দিলে ভুক্তভোগীকে নারীর সঙ্গে অশ্লীল ভিডিও বানিয়ে ফাঁসানোসহ ইন্টারনেটে ছেড়ে দেওয়ার হুমকি দেয় তারা। সেই সঙ্গে টাকা না দিলে ভুক্তভোগীকে মেরে গুম করে দেওয়ার হুমকিও দেয়।’ 

পুলিশ সুপার আরও বলেন, ‘পুলিশের প্রাথমিক জিজ্ঞাসাবাদের গ্রেপ্তারকৃত আসামিরা দীর্ঘদিন ধরে এ প্রতারণার কথা স্বীকার করেছে। এই ঘটনায় মাগুরা সদর থানায় একটি মামলা দায়ের হয়েছে। আসামি শাহিনের বিরুদ্ধে ২০১৮ সালে অস্ত্রসহ অপহরণ করে দুটি খুনের মামলাসহ একাধিক মাদক ও চুরির মামলাসহ ছয়টি মামলা রয়েছে।’

এনসিপি পরিচয়ে আ.লীগ নেতার খোঁজে গিয়ে ২০ লাখ টাকা চাঁদা দাবি, আটক ৩

খুলনায় মুফতি আমির হামজার বিরুদ্ধে মামলা

খুলনার ৬ আসন: সর্বোচ্চ ব্যয় করবেন বিএনপির আলী আসগর লবী

দুর্যোগে বন্য প্রাণী রক্ষা করবে ‘টাইগার টিলা’

ঝিনাইদহে সেনাবাহিনীর টহলগাড়ির সঙ্গে ট্রাকের সংঘর্ষ, আহত ৪ সেনাসদস্য

খুলনায় নারীর ঝুলন্ত লাশ উদ্ধার

‘গুহা’ থেকে অপহৃত ম্যানেজার ২৪ ঘণ্টার মধ্যে উদ্ধার

দ্বিতীয় জানাজা শেষে ডাবলুর দাফন, ‘হত্যার’ বিচারের দাবি পরিবার ও নেতাদের

খুলনায় সন্ত্রাসীদের গুলিতে নিহত বিকুলের ভাড়া বাসা থেকে অস্ত্র-গুলি উদ্ধার

যশোরে গুঁড়িয়ে দেওয়া হলো ৭৪টি অবৈধ কয়লার চুল্লি