হোম > সারা দেশ > চুয়াডাঙ্গা

টানা ৮ দিন দেশের সর্বোচ্চ তাপমাত্রা চুয়াডাঙ্গায়

চুয়াডাঙ্গা প্রতিনিধি

চুয়াডাঙ্গার ওপর দিয়ে চলেছে টানা তাপপ্রবাহ। আজ সোমবার বেলা তিনটায় চুয়াডাঙ্গা জেলায় সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ৩৯ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস। গত রোববার (২ এপ্রিল) থেকে টানা ৯ দিন মৃদু থেকে মাঝারি ধরনের দাবদাহ বয়ে যাচ্ছে এ জেলার ওপর দিয়ে। যা দেশের সর্বোচ্চ তাপমাত্রা।

চুয়াডাঙ্গা আবহাওয়া কার্যালয় সূত্রে জানা গেছে, টানা ৯ দিন মৃদু থেকে মাঝারি ধরনের দাবদাহ বয়ে যাচ্ছে এ জেলায়। গত আট দিন ধরে দেশের সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড হয়েছে।

আবহাওয়া কার্যালয় বলছে, মার্চ, এপ্রিল ও মে এই তিন মাস কালবৈশাখীর মৌসুম। তবে এপ্রিল বাংলাদেশের জন্য সবচেয়ে উষ্ণতম মাস। এই সময় বৃষ্টি হলে কালবৈশাখী ঝড় হয়। বৃষ্টিপাত না হলে তাপমাত্রা বাড়তে থাকে।

এদিকে অতিরিক্ত তাপমাত্রায় হাঁসফাঁস করছে চুয়াডাঙ্গাবাসী। স্বস্তিতে নেই পশু-পাখিও। বাইরে বের হলেই রোজাদাররাও কাহিল হয়ে পড়ছেন।

চুয়াডাঙ্গা আবহাওয়া কার্যালয়ের ভারপ্রাপ্ত কর্মকর্তা জামিনুর রহমান বলেন, টানা আট দিন এ জেলায় দেশের সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড হয়েছে। আজ সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ৩৯ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস। এর সঙ্গে তাপপ্রবাহ বয়ে যাচ্ছে একটানা আট দিন ধরে। এ ধারা আরও কিছুদিন অব্যাহত থাকবে।

এই কর্মকর্তা আরও বলেন, বৃষ্টিপাত না থাকার কারণে বাতাসে আর্দ্রতার পরিমাণ কমে গেছে। বাতাসে আর্দ্রতার পরিমাণ কম থাকায় মানুষের শরীরে ঘামও কম হচ্ছে।

খুলনায় অস্ত্র তৈরির কারখানার সন্ধান, আটক ২

লিচুগাছে নারীর ঝুলন্ত লাশ, রয়েছে আঘাতের চিহ্ন

যৌথ অভিযানে অস্ত্র ও গুলিসহ গাংনীতে গ্রেপ্তার ১

মাথায় আঘাত ও বালিশচাপায় মাকে হত্যা, ৬ লাখ টাকা নিয়ে ছেলে উধাও

নারী পুলিশ কনস্টেবলের মোবাইল ছিনতাইচেষ্টা, যুবক আটক

জামায়াতে যোগ দেওয়ায় হিন্দুদের মনে শান্তি এসেছে: কৃষ্ণ নন্দী

চুয়াডাঙ্গায় পুলিশের ফায়ারিং অনুশীলনে পথচারী গুলিবিদ্ধ

বন্দিবিনিময় চুক্তি: ভারত থেকে এল ৩২ জেলে, ফিরে গেল ৪৭ জেলে

৫০ বছর ধরে কবর খুঁড়ছেন মজিরুল, নিঃস্বার্থ সেবায় গাংনীর গোরখোদকেরা

কুষ্টিয়ায় নিজ বাড়িতে বৃদ্ধাকে গলা কেটে হত্যা