হোম > সারা দেশ > কুষ্টিয়া

ভিজিএফ কার্ডের আবেদন নিয়ে বিরোধে যুবক খুন

দৌলতপুর (কুষ্টিয়া) প্রতিনিধি

প্রতীকী ছবি

কুষ্টিয়ার দৌলতপুরে সরকারি সহায়তার (ভিজিএফ) কার্ডের অনলাইন আবেদন নিয়ে বিরোধের জের ধরে আব্দুল আজিজ (৩৫) নামের এক যুবককে টেঁটা মেরে হত্যার অভিযোগ উঠেছে। গতকাল বুধবার রাত সাড়ে ৮টার দিকে উপজেলার মথুরাপুর ইউনিয়নের স্কুল বাজার এলাকায় এ ঘটনা ঘটে।

আব্দুল আজিজ ওই এলাকার খেলাফত উদ্দীনের ছেলে। হত্যাকাণ্ডের পর এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, অনলাইনে ভিজিএফের কার্ড আবেদন এবং স্থানীয় আধিপত্য বিস্তার নিয়ে দীর্ঘদিন ধরে মথুরাপুর কলেজপাড়া এলাকার রফিকুল ইসলামের ছেলে পলাশ (৩২), আকরামের ছেলে বিজয় (৩০) ও আব্দুল আজিজের মধ্যে বিরোধ চলছিল। ঘটনার রাতে স্কুল বাজার এলাকায় আজিজ ও বিজয় অবস্থান করছিলেন। এ সময় প্রতিপক্ষ পলাশ টেঁটা দিয়ে আজিজের পেটে আঘাত করলে তাঁর নাড়িভুঁড়ি বেরিয়ে আসে। স্থানীয়রা তাঁকে উদ্ধার করে হাসপাতালে নেওয়ার পথে মারা যান।

দৌলতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাজমুল হুদা আজকের পত্রিকাকে বলেন, ‘অনলাইনে সরকারি সহায়তার কার্ড করা নিয়ে বিরোধের জেরে এই হত্যাকাণ্ড ঘটেছে। আমরা পরিস্থিতি নিয়ন্ত্রণে এনেছি। মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কুষ্টিয়া জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। ঘটনায় জড়িতদের গ্রেপ্তারে অভিযান চলছে।’

এনসিপি পরিচয়ে আ.লীগ নেতার খোঁজে গিয়ে ২০ লাখ টাকা চাঁদা দাবি, আটক ৩

খুলনায় মুফতি আমির হামজার বিরুদ্ধে মামলা

খুলনার ৬ আসন: সর্বোচ্চ ব্যয় করবেন বিএনপির আলী আসগর লবী

দুর্যোগে বন্য প্রাণী রক্ষা করবে ‘টাইগার টিলা’

ঝিনাইদহে সেনাবাহিনীর টহলগাড়ির সঙ্গে ট্রাকের সংঘর্ষ, আহত ৪ সেনাসদস্য

খুলনায় নারীর ঝুলন্ত লাশ উদ্ধার

‘গুহা’ থেকে অপহৃত ম্যানেজার ২৪ ঘণ্টার মধ্যে উদ্ধার

দ্বিতীয় জানাজা শেষে ডাবলুর দাফন, ‘হত্যার’ বিচারের দাবি পরিবার ও নেতাদের

খুলনায় সন্ত্রাসীদের গুলিতে নিহত বিকুলের ভাড়া বাসা থেকে অস্ত্র-গুলি উদ্ধার

যশোরে গুঁড়িয়ে দেওয়া হলো ৭৪টি অবৈধ কয়লার চুল্লি