হোম > সারা দেশ > খুলনা

জঙ্গি-রাজাকারদের নিয়ে অস্বাভাবিক সরকার গঠন করতে চায় বিএনপি: ইনু

কুষ্টিয়া প্রতিনিধি

জাতীয় সমাজতান্ত্রিক দলের (জাসদ) সভাপতি হাসানুল হক ইনু বলেছেন, ‘বিএনপি নির্বাচিত সরকারকে উৎখাত করে দুর্নীতিবাজ, জঙ্গি, রাজাকারদের নিয়ে অস্বাভাবিক সরকার গঠন করতে চায়। তাদের কাছ থেকে এর বেশি কিছু আশা করা যায় না। রাজনীতি থেকে বিএনপিকে বিদায় করার সময় এসেছে।’ 

ইনু আরও বলেন, ‘মুখে নির্বাচনের কথা বললেও এর জন্য সারা দেশে বিএনপির কোনো প্রস্তুতি নেই। তারা অসাংবিধানিক পদ্ধতিতে ক্ষমতায় যেতে শুধু বিদেশি ও অদৃশ্য শক্তির আশায় বসে আছে।’ 

আজ শনিবার বেলা সাড়ে ১১টায় কুষ্টিয়ার ভেড়ামারা উপজেলা অডিটোরিয়ামে উপজেলা পর্যায়ে মাধ্যমিক শিক্ষা পরিবারের সঙ্গে মতবিনিময় সভায় সাংবাদিকদের প্রশ্নের জবাবে ইনু এসব কথা বলেন। 

সরকার ১৪ বছর ধরে আগুন-সন্ত্রাস ও জঙ্গিদের তাণ্ডব মোকাবিলা করেছে উল্লেখ করে জাসদ সভাপতি বলেন, ‘ভবিষ্যতেও সাংবিধানিক প্রক্রিয়া রক্ষা করতে সব ষড়যন্ত্র মোকাবিলা করতে সক্ষম এই সরকার।’ 

 ‘টিকে থাকতে সরকার বিদেশিদের কাছে ধরনা দিচ্ছে’ বিএনপির এমন অভিযোগের বিষয়ে ইনু বলেন, ‘বর্তমান সরকার প্রধান বিদেশে সফর করছেন উন্নয়নের জন্য। বিদেশিদের সঙ্গে উন্নয়ন ছাড়া কোনো রাজনৈতিক ইস্যু নিয়ে কথা হয় না।’ 

ভেড়ামারা উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা শরিফুল ইসলামের সভাপতিত্বে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্য দেন হাসানুল হক ইনু। জাসদের সাংগঠনিক সম্পাদক আব্দুল আলীম স্বপন ছাড়াও মাধ্যমিক পর্যায়ের শিক্ষকেরা বিভিন্ন দাবি তুলে ধরে বক্তব্য দেন।

খুলনায় সন্ত্রাসীদের গুলিতে নিহত বিকুলের ভাড়া বাসা থেকে অস্ত্র-গুলি উদ্ধার

যশোরে গুঁড়িয়ে দেওয়া হলো ৭৪টি অবৈধ কয়লার চুল্লি

খুলনা সিআইডির সদর দপ্তরে অগ্নিকাণ্ড

খুলনায় পুলিশের ধাওয়া খেয়ে ঠিকাদারের বাড়িতে গুলি ছুড়ল সন্ত্রাসীরা

দখল আতঙ্কে ৩২ পরিবার

ছাত্রীকে যৌন নিপীড়নের অভিযোগে খুবি শিক্ষককে শাস্তি

খুলনায় যুবককে গুলি করে হত্যা

জামায়াত নেতা মিয়া গোলাম পরওয়ারকে সতর্ক করলেন রিটার্নিং কর্মকর্তা

ভৈরব নদে পাওয়া লাশটি ‘ঘাউড়া রাজীবের’

খুলনায় ভৈরব নদ থেকে অজ্ঞাতনামা যুবকের লাশ উদ্ধার