হোম > সারা দেশ > খুলনা

গোপালগঞ্জ থেকে খুলনায় এনসিপির কেন্দ্রীয় নেতারা

খুলনা প্রতিনিধি

গোপালগঞ্জে সংঘর্ষ। ছবি: সংগৃহীত

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) কেন্দ্রীয় নেতারা গোপালগঞ্জ থেকে খুলনায় গিয়েছেন। আজ বুধবার রাত সাড়ে ৯টায় খুলনা প্রেসক্লাবে সাংবাদিকদের সঙ্গে কথা বলার কথা রয়েছে তাঁদের। এ দিন সন্ধ্যার পর ওই নেতারা খুলনায় পৌঁছান।

সংবাদ সম্মেলনের বিষয়টি জানিয়েছেন খুলনা প্রেসক্লাবের প্রশাসনিক কর্মকর্তা সঞ্জয় দত্ত।

খুলনা প্রেসক্লাবের আহবায়ক এনামুল হক বলেন, এনসিপির নেতারা ফোন করে রাত সাড়ে ৯টায় সাংবাদিকদের সাথে কথা বলার আগ্রহ দেখিয়েছেন। ওইসময় সকল সাংবাদিকদের উপস্থিত থাকার জন্য বলা হয়েছে।

এর আগে এদিন সেনা-পুলিশ পাহারায় নাহিদ, আখতারসহ এনসিপি নেতারা গোপালগঞ্জ ছাড়েন বলে জানায় বিবিসি। এনসিপির যুগ্ম সদস্য সচিব মুশফিক উস সালেহিন বিবিসি বাংলাকে জানিয়েছেন, তাঁরা বিকাল ৫টার পরে গোপালগঞ্জ ছেড়ে বের হয়ে যান।

কড়াপাহাড়ায় তাদের ১৫ থেকে ১৬টি গাড়ির বহর গোপালগঞ্জ ছাড়ে। এই বহরে এনসিপি নেতাদের মধ্যে এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম, আখতার হোসেন, হাসনাত আব্দুল্লাহ, সারজিস আলমসহ শীর্ষ নেতারা ছিলেন।

এ দিন দুপুরে গোপালগঞ্জে এনসিপির সমাবেশ শেষে দলটির নেতা-কর্মীদের গাড়িবহর ঘিরে হামলার ঘটনা ঘটে। পরে হামলাকারীদের সঙ্গে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সংঘর্ষ হয়।

কড়াপাহাড়ায় তাদের ১৫ থেকে ১৬টি গাড়ির বহর গোপালগঞ্জ ছাড়ে। এই বহরে এনসিপি নেতাদের মধ্যে এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম, আখতার হোসেন, হাসনাত আব্দুল্লাহ, সারজিস আলমসহ শীর্ষ নেতারা ছিলেন।

এ দিন দুপুরে গোপালগঞ্জে এনসিপির সমাবেশ শেষে দলটির নেতা-কর্মীদের গাড়িবহর ঘিরে হামলার ঘটনা ঘটে। পরে হামলাকারীদের সঙ্গে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সংঘর্ষ হয়।

দখল আতঙ্কে ৩২ পরিবার

ছাত্রীকে যৌন নিপীড়নের অভিযোগে খুবি শিক্ষককে শাস্তি

খুলনায় যুবককে গুলি করে হত্যা

জামায়াত নেতা মিয়া গোলাম পরওয়ারকে সতর্ক করলেন রিটার্নিং কর্মকর্তা

ভৈরব নদে পাওয়া লাশটি ‘ঘাউড়া রাজীবের’

খুলনায় ভৈরব নদ থেকে অজ্ঞাতনামা যুবকের লাশ উদ্ধার

খুলনা নগরীতে দুর্বৃত্তের গুলিতে যুবক আহত

ভয়ংকর চেহারায় আহত বাঘটির গর্জন, সুস্থ হতে ২ মাস লাগবে: বন বিভাগ

সুন্দরবনের পর্যটনবাহী নৌযানমালিকদের ধর্মঘট প্রত্যাহার

সুন্দরবনের কচিখালীতে হরিণসহ শিকারি আটক