হোম > সারা দেশ > কুষ্টিয়া

কুষ্টিয়ায় ইয়াবাসহ যুবলীগ নেতা গ্রেপ্তার 

কুষ্টিয়া প্রতিনিধি

কুষ্টিয়ায় ইয়াবা লালন উদ্দিন নামে যুবলীগের এক নেতাসহ তাঁর দুই সহযোগীকেও গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা শাখার (ডিবি) পুলিশ। এ সময় তাঁদের কাছ থেকে ১ লাখ ৩৭ হাজার টাকাও জব্দ করা হয়। 

গতকাল শুক্রবার রাতে জেলার মিরপুর উপজেলার তালবাড়িয়া এলাকা থেকে ২৪০টি ইয়াবাসহ তাঁদের গ্রেপ্তার করা হয়। 

গ্রেপ্তার অন্য দুজন হলেন মিরপুর উপজেলার তালবাড়িয়া এলাকার মাসুদ ও কুষ্টিয়ার সদর উপজেলার হরিপুরের সুজন আলী। 

গ্রেপ্তার যুবলীগের নেতা লালন উদ্দিন কুষ্টিয়ার সদর উপজেলার হাটশ-হরিপুর ইউনিয়ন যুবলীগের সাংগঠনিক সম্পাদক। তিনি একই ইউনিয়নের নদীরকূল মাঠপাড়া এলাকার আরমান গাছীর ছেলে। 

হাটশ-হরিপুর ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আরিফ ফরাজী বলেন, ‘বিষয়টি আমি শুনেছি।’ ইউনিয়ন আওয়ামী লীগ বিব্রত কি না, এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘একজন ব্যক্তির অপকর্মের দায় ইউনিয়ন আওয়ামী লীগ নেবে না। তাঁর দায় তাঁকেই নিতে হবে। দলীয়ভাবে তাঁর বিরুদ্ধে অবশ্যই সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে।’ 

কুষ্টিয়া জেলা গোয়েন্দা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাসির উদ্দিন জানান, গোপন সংবাদের ভিত্তিতে মিরপুর উপজেলার তালবাড়িয়া এলাকা থেকে তাঁদের গ্রেপ্তার করা হয়েছে। পরে তাঁদের মিরপুর থানা-পুলিশের কাছে সোপর্দ করা হয়েছে। 

মিরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম মোস্তফা বলেন, ডিবি পুলিশের হাতে গ্রেপ্তার তিনজনের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা করা হয়েছে। আদালতের মাধ্যমে আসামিদের কারাগারে পাঠানো হয়েছে। 

আবাসিক হোটেল থেকে জাপা নেতার মরদেহ উদ্ধার

খুলনায় সন্ত্রাসীদের গুলিতে সাংবাদিক নিহত, প্রাণিচিকিৎসক আশঙ্কাজনক

খুলনায় সন্ত্রাসীদের গুলিতে সাংবাদিক নিহত

খুলনায় আদালত প্রাঙ্গণে জোড়া খুনের ঘটনায় যুবক গ্রেপ্তার

রাজনৈতিক দলগুলোর কাছে ১৩ দফা দাবি পরিবেশ ও উন্নয়ন ফোরামের

প্রার্থীর আবেদনের ভিত্তিতে নিরাপত্তা দেওয়া হবে: কেএমপি কমিশনার

আমির হামজার বক্তব্যের কঠোর সমালোচনা করে জাতীয় মুক্তি কাউন্সিলের বিবৃতি

খুলনায় আবাসিক হোটেল থেকে যুবকের লাশ উদ্ধার

সাত দফা দাবিতে মিরপুরে রেলপথ অবরোধ, দুই ঘণ্টা পর প্রত্যাহার

খুলনার পূর্ব রূপসায় যুবককে গুলি করে হত্যা