কুষ্টিয়ার মিরপুর উপজেলায় আবু তৈয়ব (৫৩) নামের এক মাজারের খাদেমের লাশ উদ্ধার করেছে পুলিশ। আজ সোমবার সকাল ৮টার দিকে উপজেলার ফুলবাড়িয়া ইউনিয়নের ধুপা বিল শিমুলতলা মাঠ থেকে তাঁর লাশ উদ্ধার করা হয়।
নিহত খাদেম চট্টগ্রাম জেলার বাঁশখালী গ্রামের মৃত তাহের আলী ছেলে। তিনি ১০ বছর আগে মিরপুর উপজেলার ফুলবাড়িয়া ইউনিয়নের বিজনগর গ্রামের ওড়িশা বাবার মাজারে খাদেমের কাজ করতেন।
জানা গেছে, ওই খাদেম কুষ্টিয়া লালন শাহর মাজারসহ বিভিন্ন মাজারে যাতায়াত করতেন। নার্সারি ব্যবসাসহ কবিরাজি চিকিৎসার কাজও করতেন।
এ ব্যাপারে আমলা ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান মো. একলিমুর রেজা বলেন, ‘আবু তৈয়ব অঞ্জনগাছি বটতলা বাজারের পাশে নার্সারির ব্যবসা করতেন। বিভিন্ন সময় বাজারে চলাফেরা করতে দেখেছি।’
এ ব্যাপারে মিরপুর থানার পরিদর্শক (তদন্ত) মো. রাকিবুল হাসান বলেন, নিহতের মাথার পেছনে আঘাতের চিহ্ন পাওয়া গেছে। প্রাথমিকভাবে হত্যা বলে মনে হচ্ছে। লাশ ময়নাতদন্তের জন্য কুষ্টিয়া জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্তের প্রতিবেদন হাতে এলে মৃত্যুর কারণ জানা যাবে।