হোম > সারা দেশ > খুলনা

খুবি শিক্ষার্থীকে মারধর, বিএনপির ২ নেতাকে বহিষ্কার

খুলনা প্রতিনিধি

আহত তানভীর আহমেদ। ছবি: সংগৃহীত

খুলনা বিশ্ববিদ্যালয়ের (খুবি) শিক্ষার্থী তানভীর আহমেদকে মারধরের ঘটনায় বিএনপির দুই নেতাকে দল থেকে বহিষ্কার করা হয়েছে। একই সঙ্গে তাঁদের প্রাথমিক সদস্যপদও বাতিল করা হয়েছে।

বহিষ্কৃতরা হলেন ২৫ নম্বর ওয়ার্ড বিএনপির সাবেক সদস্য ইয়াসিন আরাফাত ডালিম ও সজল শিকদার।

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন খুলনা বিশ্ববিদ্যালয়ের সমন্বয়ক মিনহাজুল আবেদীন সম্পদ জানান, নগরীর বানরগাতি বাজার কলেজ রোডে তানভীর আহমেদের বাড়ির গেটে ১৩ ডিসেম্বর রাতে কয়েকজন বখাটে আড্ডা দিচ্ছিলেন। তাঁদের সরে যেতে বললে কথা-কাটাকাটির একপর্যায়ে ডালিম, সজলসহ আরও কয়েকজন তানভীরকে বেদম মারধর করেন এবং ইট দিয়ে আঘাত করে তাঁর মাথা ফাটিয়ে দেন। গুরুতর আহত তানভীরকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।

মিনহাজুল আবেদীন জানান, এ ঘটনার বিষয়ে বিএনপি নেতাদের অবহিত করা হলে তারা লিখিত অভিযোগ দিতে বলেন। ১৪ ডিসেম্বর অভিযোগ জমা দেওয়ার পর দুই নেতার বিরুদ্ধে অভিযোগের সত্যতা পাওয়া যায়।

খুলনা মহানগর বিএনপির সদস্যসচিব শফিকুল আলম তুহিন বলেন, ‘ছাত্রদের অভিযোগের ভিত্তিতে তদন্তে সত্যতা পাওয়ায় ইয়াসিন আরাফাত ডালিম ও সজল শিকদারকে দল থেকে বহিষ্কার করা হয়েছে। দলের মধ্যে হামলাবাজদের কোনো আশ্রয় নেই।’

যশোরের বীর মুক্তিযোদ্ধা অশোক রায় আর নেই

আবাসিক হোটেল থেকে জাপা নেতার মরদেহ উদ্ধার

খুলনায় সন্ত্রাসীদের গুলিতে সাংবাদিক নিহত, প্রাণিচিকিৎসক আশঙ্কাজনক

খুলনায় সন্ত্রাসীদের গুলিতে সাংবাদিক নিহত

খুলনায় আদালত প্রাঙ্গণে জোড়া খুনের ঘটনায় যুবক গ্রেপ্তার

রাজনৈতিক দলগুলোর কাছে ১৩ দফা দাবি পরিবেশ ও উন্নয়ন ফোরামের

প্রার্থীর আবেদনের ভিত্তিতে নিরাপত্তা দেওয়া হবে: কেএমপি কমিশনার

আমির হামজার বক্তব্যের কঠোর সমালোচনা করে জাতীয় মুক্তি কাউন্সিলের বিবৃতি

খুলনায় আবাসিক হোটেল থেকে যুবকের লাশ উদ্ধার

সাত দফা দাবিতে মিরপুরে রেলপথ অবরোধ, দুই ঘণ্টা পর প্রত্যাহার