হোম > সারা দেশ > খুলনা

খুবি শিক্ষার্থীকে মারধর, বিএনপির ২ নেতাকে বহিষ্কার

খুলনা প্রতিনিধি

আহত তানভীর আহমেদ। ছবি: সংগৃহীত

খুলনা বিশ্ববিদ্যালয়ের (খুবি) শিক্ষার্থী তানভীর আহমেদকে মারধরের ঘটনায় বিএনপির দুই নেতাকে দল থেকে বহিষ্কার করা হয়েছে। একই সঙ্গে তাঁদের প্রাথমিক সদস্যপদও বাতিল করা হয়েছে।

বহিষ্কৃতরা হলেন ২৫ নম্বর ওয়ার্ড বিএনপির সাবেক সদস্য ইয়াসিন আরাফাত ডালিম ও সজল শিকদার।

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন খুলনা বিশ্ববিদ্যালয়ের সমন্বয়ক মিনহাজুল আবেদীন সম্পদ জানান, নগরীর বানরগাতি বাজার কলেজ রোডে তানভীর আহমেদের বাড়ির গেটে ১৩ ডিসেম্বর রাতে কয়েকজন বখাটে আড্ডা দিচ্ছিলেন। তাঁদের সরে যেতে বললে কথা-কাটাকাটির একপর্যায়ে ডালিম, সজলসহ আরও কয়েকজন তানভীরকে বেদম মারধর করেন এবং ইট দিয়ে আঘাত করে তাঁর মাথা ফাটিয়ে দেন। গুরুতর আহত তানভীরকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।

মিনহাজুল আবেদীন জানান, এ ঘটনার বিষয়ে বিএনপি নেতাদের অবহিত করা হলে তারা লিখিত অভিযোগ দিতে বলেন। ১৪ ডিসেম্বর অভিযোগ জমা দেওয়ার পর দুই নেতার বিরুদ্ধে অভিযোগের সত্যতা পাওয়া যায়।

খুলনা মহানগর বিএনপির সদস্যসচিব শফিকুল আলম তুহিন বলেন, ‘ছাত্রদের অভিযোগের ভিত্তিতে তদন্তে সত্যতা পাওয়ায় ইয়াসিন আরাফাত ডালিম ও সজল শিকদারকে দল থেকে বহিষ্কার করা হয়েছে। দলের মধ্যে হামলাবাজদের কোনো আশ্রয় নেই।’

খুলনা-৩ আসনে তিন স্বতন্ত্র প্রার্থীর মনোনয়ন বাতিল, বৈধ ৯টি

হাড়কাঁপানো শীতে কাঁপছে জীবননগর, এক দিনেই তাপমাত্রা কমল ৪ ডিগ্রি

খুলনায় দেশীয় অস্ত্র, গুলি ও মাদকসহ গ্রেপ্তার ৫

খুবির প্রথম বর্ষের চার ইউনিটের ভর্তি পরীক্ষার ফল প্রকাশ

খুলনায় সকাল থেকেই মনোনয়ন জমা দেওয়া শুরু

ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল আরোহী নিহত

খুলনায় দুর্বৃত্তদের হামলায় দুই যুবক গুরুতর আহত

খুলনায় শ্রমিক শক্তির নেতাকে গুলি: সহযোগীসহ শুটার ঢাকাইয়া শামীম গ্রেপ্তার

মাগুরা-২: রাজনীতি থেকে অবসরের ঘোষণা সাবেক এমপি কাজী সালিমুল হকের

খুলনায় মা হত্যায় ছেলে গ্রেপ্তার