হোম > সারা দেশ > কুষ্টিয়া

ইবির নতুন প্রো-ভিসি এয়াকুব আলী, ট্রেজারার জাহাঙ্গীর আলম

ইবি প্রতিনিধি 

ইবির নতুন প্রো-ভিসি এয়াকুব আলী ও ট্রেজারার জাহাঙ্গীর আলম। ছবি: সংগৃহীত

ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) নতুন প্রো-ভিসি ও ট্রেজারার নিয়োগ দিয়েছে সরকার। আল কোরআন অ্যান্ড ইসলামিক স্টাডিজ বিভাগের অধ্যাপক ড. এম এয়াকুব আলীকে প্রো-ভিসি এবং অর্থনীতি বিভাগের অধ্যাপক ড. মো. জাহাঙ্গীর আলমকে ট্রেজারার পদে চার বছর মেয়াদে নিয়োগ দেওয়া হয়েছে।

আজ সোমবার শিক্ষা মন্ত্রণালয়ের উপসচিব শাহীনুর ইসলামের স্বাক্ষরিত পৃথক পৃথক প্রজ্ঞাপনে এ আদেশ জারি করা হয়।

প্রজ্ঞাপনে বলা হয়, রাষ্ট্রপতি ও চ্যান্সেলরের অনুমোদনক্রমে ইসলামী বিশ্ববিদ্যালয় আইন, ১৯৮০ (সংশোধিত আইন ২০১০) এর ১১ (ক) (১) ধারা অনুযায়ী আল কোরআন অ্যান্ড ইসলামিক স্টাডিজ বিভাগের অধ্যাপক ড. এম এয়াকুব আলীকে প্রো-ভিসি পদে নিয়োগ দেওয়া হয়েছে।

এদিকে ইসলামী বিশ্ববিদ্যালয় আইন ১৯৮০ (সংশোধিত আইন, ২০১০) এর ১২ (১) ধারা অনুসারে অর্থনীতি বিভাগের অধ্যাপক ড. মো. জাহাঙ্গীর আলমকে ট্রেজারার পদে নিয়োগ দেওয়া হয়েছে।

নিয়োগের মেয়াদ যোগদানের তারিখ হতে চার বছর হবে। এই পদে তারা বর্তমান পদের সমপরিমাণ বেতন-ভাতা পাবেন বলেও জানানো হয় প্রজ্ঞাপনে। এ ছাড়াও বিধি অনুযায়ী পদসংশ্লিষ্ট অন্যান্য সুবিধা ভোগ করবেন এবং সার্বক্ষণিকভাবে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে অবস্থান করবেন।

নবনিযুক্ত ট্রেজারার অর্থনীতি বিভাগের অধ্যাপক ড. মো. জাহাঙ্গীর আলম বলেন, জুলাই বিপ্লবের শহীদরা যে আত্মত্যাগ করেছে, তাদের সে ত্যাগকে ধারণ করে আগামীর বাংলাদেশ বিনির্মাণে যেন আমি বিশ্ববিদ্যালয়ের জন্য কাজ করতে পারি এবং এতে সবার সহযোগিতা কামনা করছি।

নবনিযুক্ত প্রো-ভিসি অধ্যাপক ড. এম এয়াকুব আলী বলেন, সকলকে নিয়ে বিশ্ববিদ্যালয়কে সততা ও স্বচ্ছতার সঙ্গে সামনে আরও এগিয়ে নিতে চাই। এখানে কোনো পক্ষ থাকবে না, বিশ্ববিদ্যালয় হবে আমাদের সকলের। হাতে হাত রেখেই আমরা বিশ্ববিদ্যালয়ের জন্য কাজ করে যাব।

খুলনায় ভৈরব নদ থেকে অজ্ঞাতনামা যুবকের লাশ উদ্ধার

খুলনা নগরীতে দুর্বৃত্তের গুলিতে যুবক আহত

ভয়ংকর চেহারায় আহত বাঘটির গর্জন, সুস্থ হতে ২ মাস লাগবে: বন বিভাগ

সুন্দরবনের পর্যটনবাহী নৌযানমালিকদের ধর্মঘট প্রত্যাহার

সুন্দরবনের কচিখালীতে হরিণসহ শিকারি আটক

খুলনা নিউমার্কেট এলাকায় অস্ত্রের মহড়া, ব্যবসায়ীদের মধ্যে আতঙ্ক

সুন্দরবনের সেই বাঘ একটু হাঁটাচলা করেছে, খাবার না খেলেও পানি পান করেছে

সুন্দরবনে পর্যটকবাহী নৌযান ধর্মঘট, বিপাকে ঘুরতে আসা দর্শনার্থীরা

যশোরে ব্যবসায়ীকে গুলি করে হত্যা

সুন্দরবনে মাসুম বাহিনীর ৬ সদস্য আটক, উদ্ধার হওয়া পর্যটকেরা সুস্থ