হোম > সারা দেশ > খুলনা

খুলনায় সালাম মূর্শেদীসহ আওয়ামী লীগের ৬৮ নেতা-কর্মীর বিরুদ্ধে মামলা

খুলনা প্রতিনিধি

খুলনা-৪ আসনের সাবেক সংসদ সদস্য আব্দুস সালাম মূর্শেদীকে প্রধান আসামি করে ৬৮ জনের নাম উল্লেখসহ মামলা করা হয়েছে। গতকাল মঙ্গলবার বিএনপি কর্মী সোহেল পারভেজ কাঁকন বাদী হয়ে দিঘলিয়া থানায় মামলাটি করেন।

খুলনার পুলিশ সুপার (এসপি) মো. সাঈদুর রহমান এই তথ্য জানিয়েছেন।

মামলার এজাহার সূত্রে জানা গেছে, ২০২২ সালের ২৫ আগস্ট বেলা সাড়ে ৩টার দিকে বিএনপির কেন্দ্রীয় নেতা আজিজুল বারী হেলাল দলীয় নেতা-কর্মী নিয়ে একটি সংবর্ধনা অনুষ্ঠানে যাওয়ার জন্য দিঘলিয়া ফেরিঘাট এলাকায় পাকা রাস্তায় অবস্থান করছিলেন। এ সময় সাবেক সংসদ সদস্য আব্দুস সালাম মূর্শেদীসহ আসামিরা কাটা রাইফেল, কাটা বন্দুকসহ বিভিন্ন অস্ত্রশস্ত্রে সজ্জিত হয়ে আজিজুল বারী হেলালের গাড়িবহরে নেতা-কর্মীদের ওপর হামলা করেন।

মামলার এজাহারে আরও বলা হয়, এ সময় বন্দুক দিয়ে গুলি করলে গুলি লক্ষ্যভ্রষ্ট হয়ে আজিজুল বারী হেলালের গাড়িতে গিয়ে লাগে। পরে আসামিরা দুটি হাত বোমার বিস্ফোরণ ঘটায়। এ ছাড়া রামদার কোপে বিএনপি নেতা খান মোহাম্মদ, সাজ্জাদসহ বেশ কয়েকজন রক্তাক্ত জখম হন।

মামলায় ৬৮ জনের নাম উল্লেখ করা হলেও আরও ২০-২৫ জন অজ্ঞাতপরিচয় আসামি রয়েছে।

খুলনায় শ্রমিক শক্তির নেতাকে গুলি: যুবশক্তির সেই নেত্রী কারাগারে

খুলনায় শ্রমিক শক্তির নেতা মোতালেব হত্যার চেষ্টা: মামলা ডিবিতে, গ্রেপ্তার তন্বি অন্তঃসত্ত্বা হওয়ার দাবি

খুলনায় এনসিপি নেতাকে গুলির ঘটনায় মামলা

মেহেরপুরে ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল আরোহী নিহত

খুলনায় পুলিশের সোর্স সন্দেহে বাড়ি থেকে ডেকে যুবকের দুই হাতের কবজি কর্তন

খুলনায় এনসিপি নেতা গুলিবিদ্ধের ঘটনায় তরুণী আটক

এনসিপি নেতা গুলিবিদ্ধ: রহস্য উদ্‌ঘাটনে এক তরুণীকে খুঁজছে পুলিশ

খুলনায় শ্রমিক শক্তি নেতা গুলিবিদ্ধের ঘটনায় জামায়াত সেক্রেটারির উদ্বেগ

খুলনায় গুলিবিদ্ধ এনসিপি নেতা শঙ্কামুক্ত

ফ্ল্যাটের ভেতর অন্তঃকোন্দলে এনসিপির মোতালেবকে গুলি, মাদক ও গুলির খোসা উদ্ধার: পুলিশ