হোম > সারা দেশ > খুলনা

মেহগনির মগডালে যুবক, উদ্ধার করল ফায়ার সার্ভিস

প্রতিনিধি, ঝিনাইদহ

মেহগনি গাছের পাতা কাটতে গিয়ে মগডালে আটকে পড়েছিলেন তরিকুল ইসলাম (১৮)। পরে সরকারি জরুরি সেবা নম্বর ৯৯৯–এ ফোন পেয়ে ফায়ার সার্ভিস সদস্যরা তাঁকে উদ্ধার করেন।

আজ শনিবার সকাল ১১টার দিকে ঝিনাইদহের কোটচাঁদপুরে কাগমারী স্কুল মাঠ এলাকায় এ ঘটনা ঘটে। উদ্ধার হওয়া যুবক কাগমারী গ্রামের মাসুদ পারভেজের ছেলে।

জানা যায়, সকালে বাড়ি থেকে বের হয়ে পার্শ্ববর্তী পশ্চিমপাড়া প্রাথমিক বিদ্যালয় সংলগ্ন মেহগনি গাছের ডাল ও পাতা কাটতে যান তরিকুল ইসলাম। গাছের মগডালে উঠে নিচের দিকে তাকাতে গিয়ে ভীত সন্ত্রস্ত হয়ে পড়েন। তাঁর চিৎকারে স্থানীয়রা ছুটে এসে উদ্ধারের চেষ্টা করে ব্যর্থ হন। পরে ৯৯৯–এ ফোন করলে ফায়ার সার্ভিসের সদস্যরা আসেন।

কোটচাঁদপুর ফায়ার সার্ভিসের সাব–স্টেশন অফিসার প্রদীপ মন্ডল বলেন, ৯৯৯ থেকে ফোন পেয়ে দ্রুত ঘটনাস্থলে গিয়ে দেখি স্থানীয়রা গাছের নিচে জটলা করছেন। মগডালে তরিকুল নিজেকে দড়ি দিয়ে ডালের সঙ্গে বেঁধে রেখেছেন। বিশেষ পদ্ধতি অবলম্বন করে ফায়ার সার্ভিসের সদস্যরা প্রায় ৭০ ফুট উঁচু গাছে উঠে তাঁকে উদ্ধার করেন। বর্তমানে তিনি সুস্থ আছেন। তাঁকে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

খুলনায় সন্ত্রাসীদের গুলিতে নিহত বিকুলের ভাড়া বাসা থেকে অস্ত্র-গুলি উদ্ধার

যশোরে গুঁড়িয়ে দেওয়া হলো ৭৪টি অবৈধ কয়লার চুল্লি

খুলনা সিআইডির সদর দপ্তরে অগ্নিকাণ্ড

খুলনায় পুলিশের ধাওয়া খেয়ে ঠিকাদারের বাড়িতে গুলি ছুড়ল সন্ত্রাসীরা

দখল আতঙ্কে ৩২ পরিবার

ছাত্রীকে যৌন নিপীড়নের অভিযোগে খুবি শিক্ষককে শাস্তি

খুলনায় যুবককে গুলি করে হত্যা

জামায়াত নেতা মিয়া গোলাম পরওয়ারকে সতর্ক করলেন রিটার্নিং কর্মকর্তা

ভৈরব নদে পাওয়া লাশটি ‘ঘাউড়া রাজীবের’

খুলনায় ভৈরব নদ থেকে অজ্ঞাতনামা যুবকের লাশ উদ্ধার