হোম > সারা দেশ > কুষ্টিয়া

ইবি উপাচার্যের অপসারণ দাবিতে কর্মচারীদের বিক্ষোভ

ইবি প্রতিনিধি

ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) উপাচার্য অধ্যাপক শেখ আবদুস সালামের ‘কণ্ঠের মতো’ স্বরে শিক্ষক নিয়োগ-সংশ্লিষ্ট বিষয়ে বেশ কিছু অডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ফাঁস হয়েছে। অডিও ফাঁস হওয়ার ঘটনায় দুর্নীতির অভিযোগ এনে উপাচার্যকে অবাঞ্ছিত ঘোষণা ও অপসারণ চেয়ে বিক্ষোভ করেছে বিশ্ববিদ্যালয়ের অস্থায়ী কর্মচারী পরিষদ। 

আজ শনিবার দুপুর ১২টায় প্রশাসন ভবনের দোতলায় উপাচার্যের কার্যালয়ের সামনে প্রায় ২০-৩০ জন কর্মচারী এ বিক্ষোভে অংশ নেন। 

এ সময় বিক্ষোভকারীরা ‘দুর্নীতিবাজ উপাচার্যের অপসারণ চাই’ বলে স্লোগান দেন। তাঁরা বিশ্ববিদ্যালয়ের ছাত্রলীগের সাবেক নেতা-কর্মী বলে জানা গেছে। 

এ বিষয়ে অস্থায়ী কর্মচারী পরিষদের সভাপতি মিজানুর রহমান টিটু আজকের পত্রিকাকে বলেন, ‘বিশ্ববিদ্যালয়ে বিভিন্ন সময়, বিভিন্ন দুর্নীতির ঘটনা আমরা সামাজিক যোগাযোগমাধ্যমে দেখতে পাই। এই উপাচার্য দুর্নীতিবাজ। আমরা উপাচার্যের অপসারণ চাই। দুর্নীতিমুক্ত ক্যাম্পাস চাই।’ 

এর আগেও কয়েকবার অস্থায়ী কর্মচারী পরিষদের নেতা-কর্মীরা উপাচার্যের কার্যালয় তালা দিয়ে বিক্ষোভ করেন। 

এ বিষয়ে উপাচার্যের একান্ত সচিব (পিএস) আইয়ুব আলী আজকের পত্রিকাকে বলেন, ‘আমি অফিসে ছিলাম না। কারা করেছে, এ বিষয়ে কিছু জানি না।’ 

জানতে চাইলে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর শাহাদাৎ হোসেন আজাদ আজকের পত্রিকাকে বলেন, ‘আমি বিষয়টি শুনেছি। ছাত্রী নির্যাতনের ঘটনায় তদন্ত নিয়ে ব্যস্ত আছি। এ বিষয়ে কোনো মন্তব্য করতে চাই না।’

প্রসঙ্গত, ২২ ফেব্রুয়ারি কমিউনিকেশন অ্যান্ড মাল্টিমিডিয়া জার্নালিজম বিভাগের নিয়োগ বোর্ডের সভা অনুষ্ঠিত হবে। এর আগে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ও অলি নামে একজন চাকরিপ্রার্থীর মধ্যে কথোপকথনের একটি অডিও ফেসবুকে ছড়িয়ে পড়ে। কথোপকথনে শুধু উপাচার্যের মতো কণ্ঠ শোনা যায়। অডিওতে নিয়োগ পরীক্ষার প্রশ্নপত্র ফাঁস ও প্রশ্ন সম্পর্কে ধারণা দেওয়া নিয়ে আলাপ হয়।

খুলনায় এনসিপি নেতা পরিচয়ে চাঁদাবাজি, ৩ জন কারাগারে

এনসিপি পরিচয়ে আ.লীগ নেতার খোঁজে গিয়ে ২০ লাখ টাকা চাঁদা দাবি, আটক ৩

খুলনায় মুফতি আমির হামজার বিরুদ্ধে মামলা

খুলনার ৬ আসন: সর্বোচ্চ ব্যয় করবেন বিএনপির আলী আসগর লবী

দুর্যোগে বন্য প্রাণী রক্ষা করবে ‘টাইগার টিলা’

ঝিনাইদহে সেনাবাহিনীর টহলগাড়ির সঙ্গে ট্রাকের সংঘর্ষ, আহত ৪ সেনাসদস্য

খুলনায় নারীর ঝুলন্ত লাশ উদ্ধার

‘গুহা’ থেকে অপহৃত ম্যানেজার ২৪ ঘণ্টার মধ্যে উদ্ধার

দ্বিতীয় জানাজা শেষে ডাবলুর দাফন, ‘হত্যার’ বিচারের দাবি পরিবার ও নেতাদের

খুলনায় সন্ত্রাসীদের গুলিতে নিহত বিকুলের ভাড়া বাসা থেকে অস্ত্র-গুলি উদ্ধার