হোম > সারা দেশ > চুয়াডাঙ্গা

জীবননগরে ঠান্ডা জ্বর কাশির প্রকোপ বেড়েই চলেছে

চুয়াডাঙ্গার জীবননগরে ঠান্ডা জ্বর ও কাশির প্রকোপ দিনদিন বেড়েছেই চলেছে। আক্রান্ত হচ্ছে শিশুসহ নানা বয়সের নারী-পুরুষ। প্রতিদিন ওয়ার্ড পর্যায়ের ২০টি কমিউনিটি ক্লিনিক, দুটি উপস্বাস্থ্য কেন্দ্র, দুটি ইউনিয়ন পরিবার কল্যাণ কেন্দ্র ও জীবননগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে রোগীদের সেবা চিকিৎসা দেওয়া হচ্ছে।

জীবননগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও ওয়ার্ড পর্যায়ের কমিউনিটি ক্লিনিকগুলো ঘুরে দেখা যায়, ঠান্ডা জ্বর ও কাশি নিয়ে প্রতিদিনই শিশুসহ নানা বয়সী নারী-পুরুষ চিকিৎসা নিতে স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি হচ্ছেন। এ সব হাসপাতাল ও ক্লিনিকে চিকিৎসা নিতে আসা রোগীর মধ্যে শিশুর সংখ্যাই বেশি।

ভুক্তভোগী অনেক রোগীদের সঙ্গে কথা বলে জানা যায়, প্রথমে জ্বর আসে। জ্বর কমে গেলে শুরু হয় কাশি। আর কাশি থেকে সুস্থ হতে অনেক দিন পর্যন্ত সময় লাগে।

শাহাপুর কমিউনিটি ক্লিনিকের পরিবার কল্যাণ সহকারী আশরাফুন নাহার বললে, ‘প্রতিদিনই আমাদের ক্লিনিকে ঠান্ডা, জ্বর কাশি নিয়ে চিকিৎসা নিতে লোকজন আসে। তবে জ্বর আর কাশিতে বেশি কষ্ট পাচ্ছে শিশুরা।’

জীবননগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার ডা. মাহমুদ বিন হেদায়েত সেতু বলেন, ‘আমরা স্বাস্থ্য কমপ্লেক্সের আউটডোরে প্রতিদিন গড়ে ৬ শত রোগী দেখি। আর ঠান্ডা জ্বর কাশি নিয়ে আতঙ্কিত হওয়ার কিছু নেই। ঋতু পরিবর্তনের প্রভাবে এখন ঠান্ডা, জ্বর হচ্ছে। তবে সবাইকে সাবধান থাকতে হবে, যাতে জ্বর কাশি না হয়।’

খুলনায় এনসিপি নেতা পরিচয়ে চাঁদাবাজি, ৩ জন কারাগারে

এনসিপি পরিচয়ে আ.লীগ নেতার খোঁজে গিয়ে ২০ লাখ টাকা চাঁদা দাবি, আটক ৩

খুলনায় মুফতি আমির হামজার বিরুদ্ধে মামলা

খুলনার ৬ আসন: সর্বোচ্চ ব্যয় করবেন বিএনপির আলী আসগর লবী

দুর্যোগে বন্য প্রাণী রক্ষা করবে ‘টাইগার টিলা’

ঝিনাইদহে সেনাবাহিনীর টহলগাড়ির সঙ্গে ট্রাকের সংঘর্ষ, আহত ৪ সেনাসদস্য

খুলনায় নারীর ঝুলন্ত লাশ উদ্ধার

‘গুহা’ থেকে অপহৃত ম্যানেজার ২৪ ঘণ্টার মধ্যে উদ্ধার

দ্বিতীয় জানাজা শেষে ডাবলুর দাফন, ‘হত্যার’ বিচারের দাবি পরিবার ও নেতাদের

খুলনায় সন্ত্রাসীদের গুলিতে নিহত বিকুলের ভাড়া বাসা থেকে অস্ত্র-গুলি উদ্ধার