বেনাপোল বন্দরে বাংলাদেশি ট্রাকচাপায় সায়ম সুন্দর নামে এক ভারতীয় ট্রাকচালক নিহত হয়েছেন। আজ রোববার সকাল ৭টার দিকে বেনাপোল বন্দর প্রশাসনিক ভবনের সামনে এ দুর্ঘটনা ঘটে। এ সময় বাংলাদেশি ট্রাকের চালক শিলন হোসেনকে আটক করা হয়েছে।
স্থানীয়রা জানান, আজ সকালে ঢাকা থেকে ছেড়ে আসা পণ্যবোঝাই বাংলাদেশি ট্রাক বেনাপোল বন্দরে প্রবেশের সময় ভারতীয় ট্রাকচালক সায়ম সুন্দরকে চাপা দেয়। ঘটনাস্থলেই মারা যান তিনি। এ সময় স্থানীয়রা ঘাতক ট্রাকটি জব্দ ও চালক শিলন হোসেনকে আটক করে।
এ বিষয়ে বেনাপোল পোর্ট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামাল হোসেন ভূঁইয়া বলেন, মরদেহ উদ্ধার করা হয়েছে। একই সঙ্গে দুর্ঘটনাকবলিত ট্রাকের চালককে আটক করা হয়েছে।