হোম > সারা দেশ > যশোর

রাত হলেই কুকুরের দখলে থাকে হাসপাতালের বারান্দা

মনিরামপুর উপজেলা হাসপাতালের চিকিৎসক ও অন্য স্টাফরা প্রতিদিন বিকেল ৩টার মধ্যে হাসপাতাল ছেড়ে চলে যান। খোলা থাকে শুধু জরুরি বিভাগ। সেখানে একজন চিকিৎসক, একজন উপসহকারী কমিউনিটি মেডিকেল অফিসার ও একজন ওয়ার্ড বয় দায়িত্বে থাকেন। ফলে রাত গভীর হলেই ফাঁকা থাকে জরুরি বিভাগ। এ সময়টায় হাসপাতালের জরুরি বিভাগের পুরো বারান্দা কয়েকটি কুকুরের দখলে থাকে।

সরেজমিনে দেখা গেছে, প্রতিদিন বিকেল ৩টার দিকে হাসপাতাল ছুটির পরপরই কয়েকটি কুকুর বারান্দায় অবস্থান নেয়। মাঝেমধ্যে কিছু সময়ের জন্য বারান্দা ছেড়ে বের হলেও রাত সাড়ে ১০টা থেকে ১১টার দিকে হাসপাতালে ৫-৭টি কুকুর শুয়ে থাকে।
 
নাম প্রকাশে অনিচ্ছুক এক স্বেচ্ছাসেবী বলেন, ‘বর্তমানে প্রতিদিন রাত ১২টা পর্যন্ত একাধিকবার হাসপাতালে রোগীদের খবর নিতে যাওয়া লাগে। প্রায়ই রাতে বারান্দায় কুকুর শুয়ে থাকতে দেখি। কিন্তু কোনো দিন নৈশপ্রহরীর দেখা পাইনি।’

তবে এ ব্যাপারে নৈশপ্রহরী শাহাবুদ্দিনের বক্তব্য পাওয়া যায়নি।

মনিরামপুর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. শুভ্রারানী দেবনাথ বলেন, ‘কুকুর সব সময় বারান্দায় ওঠে। প্রায়ই চিকিৎসক, নার্স ও স্টাফরা কুকুর তাড়াই। আমিও কয়েক দিন তাড়িয়েছি।’

নৈশপ্রহরীকে হাসপাতালে না পাওয়ার বিষয়ে জানতে চাইলে ডা. শুভ্রা বলেন, নৈশপ্রহরী শাহাবুদ্দিনের বিরুদ্ধে অনেক অভিযোগ রয়েছে। সে ঠিকমতো ডিউটি করে না। তার বিরুদ্ধে সিভিল সার্জন অফিসেও অভিযোগ জমা আছে। এসব কারণে তার বেতন-বোনাস মাঝে মাঝে বন্ধ থাকে।’

এনসিপি পরিচয়ে আ.লীগ নেতার খোঁজে গিয়ে ২০ লাখ টাকা চাঁদা দাবি, আটক ৩

খুলনায় মুফতি আমির হামজার বিরুদ্ধে মামলা

খুলনার ৬ আসন: সর্বোচ্চ ব্যয় করবেন বিএনপির আলী আসগর লবী

দুর্যোগে বন্য প্রাণী রক্ষা করবে ‘টাইগার টিলা’

ঝিনাইদহে সেনাবাহিনীর টহলগাড়ির সঙ্গে ট্রাকের সংঘর্ষ, আহত ৪ সেনাসদস্য

খুলনায় নারীর ঝুলন্ত লাশ উদ্ধার

‘গুহা’ থেকে অপহৃত ম্যানেজার ২৪ ঘণ্টার মধ্যে উদ্ধার

দ্বিতীয় জানাজা শেষে ডাবলুর দাফন, ‘হত্যার’ বিচারের দাবি পরিবার ও নেতাদের

খুলনায় সন্ত্রাসীদের গুলিতে নিহত বিকুলের ভাড়া বাসা থেকে অস্ত্র-গুলি উদ্ধার

যশোরে গুঁড়িয়ে দেওয়া হলো ৭৪টি অবৈধ কয়লার চুল্লি