হোম > সারা দেশ > নড়াইল

কলেজছাত্রের বিছানার নিচে মিলল স্নাইপার রাইফেল

নড়াইল প্রতিনিধি 

নড়াইলে কলেজছাত্রের বাড়ি থেকে স্নাইপার রাইফেল উদ্ধার। ছবি: সংগৃহীত

নড়াইলের কালিয়ায় সোহান মোল্যা (২৬) নামের এক কলেজছাত্রের বাড়িতে অভিযান চালিয়ে একটি স্নাইপার নাইট্রো রাইফেল উদ্ধার করেছে যৌথ বাহিনী। গোপন সংবাদের ভিত্তিতে আজ সোমবার ভোরে উপজেলার পুরুলিয়া গ্রামের ওই বাড়ি থেকে স্নাইপার রাইফেলটি উদ্ধার করা হয়।

তবে অভিযানের সময় কাউকে আটক করতে পারেনি যৌথ বাহিনী। উদ্ধার হওয়া স্নাইপার রাইফেলটি পরীক্ষা-নিরীক্ষার জন্য পাঠানো হয়েছে বলে জানান কালিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল্লাহ আল মামুন।

পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা জানতে পারেন টেলিস্কোপিক সাইট ও সাইলেন্সার যুক্ত ৪.৫ ক্যালিবারের স্নাইপার নাইট্রো রাইফেল অবৈধভাবে ব্যবহার করে স্থানীয় বাসিন্দাদের ভয়ভীতি দেখাচ্ছিলেন সোহান।

নড়াইলে কলেজছাত্রের বাড়ি থেকে স্নাইপার রাইফেল উদ্ধার। ছবি: সংগৃহীত

পরে (সোমবার) ভোরে পুরুলিয়া গ্রামের আবুল কালাম মোল্যার বাড়িটি ঘিরে ফেলে যৌথ বাহিনী। পরে আবুল কালামের ছেলে কলেজছাত্র সোহানের বিছানার নিচে রাখা একটি উন্নতমানের স্নাইপার রাইফেল উদ্ধার করা হয়। অভিযানের খবর পেয়ে আগেই বাড়ি থেকে পালিয়ে যান সোহান ও তাঁর বাবা। সোহান খুলনার স্থানীয় একটি কলেজের ছাত্র বলে জানা গেছে। এ ব্যাপারে কালিয়া থানায় মামলা একটি মামলা দায়ের করা হয়েছে।

খুলনা নগরীতে দুর্বৃত্তের গুলিতে যুবক আহত

ভয়ংকর চেহারায় আহত বাঘটির গর্জন, সুস্থ হতে ২ মাস লাগবে: বন বিভাগ

সুন্দরবনের পর্যটনবাহী নৌযানমালিকদের ধর্মঘট প্রত্যাহার

সুন্দরবনের কচিখালীতে হরিণসহ শিকারি আটক

খুলনা নিউমার্কেট এলাকায় অস্ত্রের মহড়া, ব্যবসায়ীদের মধ্যে আতঙ্ক

সুন্দরবনের সেই বাঘ একটু হাঁটাচলা করেছে, খাবার না খেলেও পানি পান করেছে

সুন্দরবনে পর্যটকবাহী নৌযান ধর্মঘট, বিপাকে ঘুরতে আসা দর্শনার্থীরা

যশোরে ব্যবসায়ীকে গুলি করে হত্যা

সুন্দরবনে মাসুম বাহিনীর ৬ সদস্য আটক, উদ্ধার হওয়া পর্যটকেরা সুস্থ

সুন্দরবনে অপহৃত রিসোর্ট মালিকসহ দুই পর্যটককে উদ্ধার