হোম > সারা দেশ > চুয়াডাঙ্গা

মামলা প্রত্যাহারে ৭ দিনের আলটিমেটাম খুলনা খাদ্য পরিবহন ঠিকাদারদের  

খুলনা প্রতিনিধি

খুলনায় খাদ্য বিভাগের চুরি যাওয়া গমের জন্য দায়ের করা মামলা প্রত্যাহারে সাত দিনের আলটিমেটাম দিয়েছেন ঠিকাদারেরা। এই সময়ের মধ্যে মামলা প্রত্যাহার না হলে লাগাতার ধর্মঘটের কর্মসূচি ঘোষণা করা হবে। আজ রোববার দুই ঘণ্টার প্রতীকী ধর্মঘট শেষে এক সমাবেশে এ ঘোষণা দেন খুলনা খাদ্যশস্য পরিবহন (সড়কপথ) ঠিকাদার সমিতি ও খুলনা খাদ্য পরিবহন (সড়কপথ) ঠিকাদার বহুমুখী সমবায় সমিতি। 

নগরীর ৪ নম্বর ঘাট এলাকায় অনুষ্ঠিত সমাবেশে সভাপতিত্ব করেন খুলনা খাদ্য পরিবহন ঠিকাদার মালিক সমিতির সভাপতি মাকসুদ আলম খাজা। বক্তব্য দেন খাদ্য মালিক সমিতির সাবেক সভাপতি মোস্তফা কামালসহ অন্য নেতারা। 

সমাবেশে বক্তারা বলেন, ‘৪ ফেব্রুয়ারি চুয়াডাঙ্গায় খাদ্য বিভাগের গম চুরি হওয়ার অভিযোগে জোনাকি পরিবহনের মালিক মো. হুমায়ূন কবির, মেসার্স সরকার এন্টারপ্রাইজের মালিক তাপস সরকার ও মেসার্স সান রাইজ জুট ট্রেডার্সের মালিক তহমিনা আলমের বিরুদ্ধে মামলা করে খাদ্য বিভাগ।’ 

বক্তারা আরও বলেন, ‘ওই গম চুরি করেছে ট্রাক ড্রাইভাররা। মামলা হলে ট্রাক ড্রাইভারের বিরুদ্ধে হবে। খাদ্য বিভাগের সঙ্গে চুক্তি অনুযায়ী কোনো মালামাল কম হলে ঠিকাদারেরা তা দিয়ে দেবেন। এ ছাড়া কম হয়েছে ১৪ কেজি গম। আর মামলা হয়েছে ৩ হাজার ৩৭১ কেজি গমের। এ ক্ষেত্রে মামলা উদ্দেশ্যেপ্রণোদিত।’ সাত দিনের মধ্যে মামলা প্রত্যাহার না হলে খুলনাসহ সারা দেশে পরিবহন ঠিকাদারেরা লাগাতার ধর্মঘটের কর্মসূচি ঘোষণা করা হবে বলে জানান তাঁরা।

খুলনা-৩ আসনে তিন স্বতন্ত্র প্রার্থীর মনোনয়ন বাতিল, বৈধ ৯টি

হাড়কাঁপানো শীতে কাঁপছে জীবননগর, এক দিনেই তাপমাত্রা কমল ৪ ডিগ্রি

খুলনায় দেশীয় অস্ত্র, গুলি ও মাদকসহ গ্রেপ্তার ৫

খুবির প্রথম বর্ষের চার ইউনিটের ভর্তি পরীক্ষার ফল প্রকাশ

খুলনায় সকাল থেকেই মনোনয়ন জমা দেওয়া শুরু

ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল আরোহী নিহত

খুলনায় দুর্বৃত্তদের হামলায় দুই যুবক গুরুতর আহত

খুলনায় শ্রমিক শক্তির নেতাকে গুলি: সহযোগীসহ শুটার ঢাকাইয়া শামীম গ্রেপ্তার

মাগুরা-২: রাজনীতি থেকে অবসরের ঘোষণা সাবেক এমপি কাজী সালিমুল হকের

খুলনায় মা হত্যায় ছেলে গ্রেপ্তার