হোম > সারা দেশ > খুলনা

তরুণী পাচার মামলায় স্বামী-স্ত্রীর মৃত্যুদণ্ড

খুলনা প্রতিনিধি

তরুণীকে ভারতে পাচার ও বিক্রির অভিযোগে খুলনায় স্বামী-স্ত্রী দুজনকে মৃত্যুদণ্ড ও প্রত্যেককে ১ লাখ টাকা জরিমানা করেছেন আদালত। আজ বুধবার দুপুরে খুলনা নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-৩-এর বিচারক আ. ছালাম খান এই রায় প্রদান করেন। রায় ঘোষণাকালে আসামিরা পলাতক ছিলেন।

আদালতে রাষ্ট্রপক্ষের আইনজীবী অ্যাডভোকেট ফরিদ আহমেদ এ তথ্য নিশ্চিত করে জানান, নারী ও শিশু নির্যাতন দমন আইনে ৬ (১) ধারায় আসামিদের সাজা দেওয়া হয়। সাজাপ্রাপ্ত আসামিরা হচ্ছেন খুলনার খানজাহান আলী থানা এলাকার ভাড়াটিয়া মো. শাহীন শেখ ও তাঁর স্ত্রী আছমা বেগম ওরফে সালমা। মামলায় মোট আটজন সাক্ষ্য প্রদান করেন। এ মামলার শুনানিতে অপরাধ প্রমাণিত না হওয়ায় আরও তিনজনকে খালাস দেওয়া হয়।

রাষ্ট্রপক্ষের আইনজীবী অ্যাডভোকেট ফরিদ আরও জানান, ২০০৯ সালে নগরীর খানজাহান আলী থানার বিআইটি রোডের আজিজুল ইসলামের ভুক্তভোগী মেয়ে সাথীকে ভালো বেতনে চাকরি দেওয়ার কথা বলে আসামিরা ভারতে পাচার করেন। সেখানে তাঁকে বিক্রি করা হয়। ঘটনা জানার পর মেয়েকে ফেরত চাইলে আসামিরা ক্ষতিপূরণ বাবদ তাঁদের কাছে ২০ হাজার টাকা চাঁদা দাবি করেন। এ ঘটনায় ভুক্তভোগী সাথীর মা লাকি বেগম বাদী হয়ে নারী ও শিশু নির্যাতন দমন আইনে ৬ (১) ধারায় খানজাহান আলী থানায় মামলা করেন।

খুলনায় সন্ত্রাসীদের গুলিতে নিহত বিকুলের ভাড়া বাসা থেকে অস্ত্র-গুলি উদ্ধার

যশোরে গুঁড়িয়ে দেওয়া হলো ৭৪টি অবৈধ কয়লার চুল্লি

খুলনা সিআইডির সদর দপ্তরে অগ্নিকাণ্ড

খুলনায় পুলিশের ধাওয়া খেয়ে ঠিকাদারের বাড়িতে গুলি ছুড়ল সন্ত্রাসীরা

দখল আতঙ্কে ৩২ পরিবার

ছাত্রীকে যৌন নিপীড়নের অভিযোগে খুবি শিক্ষককে শাস্তি

খুলনায় যুবককে গুলি করে হত্যা

জামায়াত নেতা মিয়া গোলাম পরওয়ারকে সতর্ক করলেন রিটার্নিং কর্মকর্তা

ভৈরব নদে পাওয়া লাশটি ‘ঘাউড়া রাজীবের’

খুলনায় ভৈরব নদ থেকে অজ্ঞাতনামা যুবকের লাশ উদ্ধার