হোম > সারা দেশ > কুষ্টিয়া

বালুচাপা লাশ উদ্ধারের ঘটনায় গ্রেপ্তার যুবকের ৫ দিনের রিমান্ড 

দৌলতপুর (কুষ্টিয়া) প্রতিনিধি 

কুষ্টিয়ার দৌলতপুরে বালুচাপা অবস্থায় নিখোঁজ যুবকের অর্ধগলিত লাশ উদ্ধার করেছে পুলিশ। আজ বুধবার এ ঘটনায় দায়ের করা মামলায় গ্রেপ্তার সাগরকে (২৫) জিজ্ঞেসাবাদের জন্য পাঁচ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। 

গতকাল মঙ্গলবার বিকালের দিকে উপজেলার মরিচা ইউনিয়নের বৈরাগীর চর মণ্ডলপাড়া এলাকা থেকে মরদেহটি উদ্ধার করা হয়। 

নিহত ওই যুবকের নাম মারুফ হোসেন (৩৩) তিনি দৌলতপুর উপজেলার চককৃঞ্চপুর গ্রামের হাজি আসালত হোসেনের ছেলে। তিনি ২২ এপ্রিল থেকে নিখোঁজ ছিলেন। দৌলতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মজিবুর রহমান এ তথ্য নিশ্চিত করেছেন। 

মামলা সূত্রে জানা গেছে, নিখোঁজের পর গত ২৮ এপ্রিল এ বিষয়ে নিহতের স্ত্রী মিরা খাতুন দৌলতপুর থানায় তিন জনের নাম উল্লেখ করে অজ্ঞাত ছয়-সাতজনের বিরুদ্ধে অভিযোগ দায়ের করেন। পরে পুলিশ মামলার আসামি সাগরকে গ্রেপ্তার করে আদালতে পাঠায়। গ্রেপ্তার সাগর উপজেলার দৌলতখালী গোডাউন বাজার এলাকার আজমত সর্দারের ছেলে। 

এ বিষয়ে মামলার তদন্ত কর্মকর্তা দৌলতপুর থানার উপপরিদর্শক (এসআই) মেহেদী জানান, আসামি আদালতে পাঠানোর পর পুলিশ ১০ দিনের রিমান্ড চাইলে কুষ্টিয়ার সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মো. ফজলে এলাহী খান আজ সকালে পাঁচ দিনের রিমান্ড মনজুর করেন। 

দৌলতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মজিবুর রহমান বলেন, বালু চাপা দেওয়া অবস্থায় লাশটি উদ্ধারের ঘটনায় গ্রেপ্তার আসামির পাঁচ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।

খুবির প্রথম বর্ষের চার ইউনিটের ভর্তি পরীক্ষার ফল প্রকাশ

খুলনায় সকাল থেকেই মনোনয়ন জমা দেওয়া শুরু

ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল আরোহী নিহত

খুলনায় দুর্বৃত্তদের হামলায় দুই যুবক গুরুতর আহত

খুলনায় শ্রমিক শক্তির নেতাকে গুলি: সহযোগীসহ শুটার ঢাকাইয়া শামীম গ্রেপ্তার

মাগুরা-২: রাজনীতি থেকে অবসরের ঘোষণা সাবেক এমপি কাজী সালিমুল হকের

খুলনায় মা হত্যায় ছেলে গ্রেপ্তার

খুলনায় শ্রমিক শক্তির নেতাকে গুলি: যুবশক্তির সেই নেত্রী কারাগারে

খুলনায় শ্রমিক শক্তির নেতা মোতালেব হত্যার চেষ্টা: মামলা ডিবিতে, গ্রেপ্তার তন্বি অন্তঃসত্ত্বা হওয়ার দাবি

খুলনায় এনসিপি নেতাকে গুলির ঘটনায় মামলা