হোম > সারা দেশ > খুলনা

আ.লীগ নেতার ট্রান্সফরমার নিয়ে গেল চোর, ক্ষতির মুখে ১১০ বিঘা জমির ধান

যশোরের মনিরামপুরে একটি বৈদ্যুতিক খুঁটি থেকে দুটি ট্রান্সফরমার খুলে ভেতরের যন্ত্রাংশ নিয়ে গেছে চোর। গতকাল বৃহস্পতিবার দিবাগত রাতে উপজেলার রঘুনাথপুর মাঠে ঘটনাটি ঘটে। এতে সেচের অভাবে ১১০ বিঘা জমির আমন ধান ক্ষতির মুখে পড়বে।  

রোহিতা ইউনিয়নের জলকর রোহিতা দাসপাড়ার বিকাশ বিশ্বাসের গভীর সেচযন্ত্র রয়েছে রঘুনাথপুর মাঠে। ফসলি জমিতে সেচ দেওয়ার জন্য তাঁর নিয়ন্ত্রণে এক খুঁটিতে তিনটি ট্রান্সফরমার ছিল। গতকাল রাতে সেখান থেকে দুটো ট্রান্সফরমার খোয়া গেছে।

বিকাশ বিশ্বাস রোহিতা ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক।

আজ শুক্রবার সকালে সরেজমিন দেখা গেছে, মাঠের একটি বিদ্যুতের খুঁটিতে সংযোগ বিচ্ছিন্ন একটি ট্রান্সফরমার ঝুলছে। দুটি ট্রান্সফরমার খোলসহ কিছু পাত নিচে পড়ে আছে।

বিকাশ বিশ্বাসের ছেলে সৌরভ বিশ্বাস বলেন, ‘১০-১৫ বছর ধরে আমরা মাঠে সেচযন্ত্র চালাই। গতকাল রাত ১১টার দিকে বাবা আর আমি সেচযন্ত্রের ঘর থেকে বাড়ি গিয়েছি। ভোরে মাঠে এসে বাবা দেখতে পান দুটো ট্রান্সফরমারের খোল নিচে পড়ে আছে।’ 

সৌরভ বিশ্বাস বলেন, ‘আমাদের সেচযন্ত্রের আওতায় ১০০ থেকে ১১০ বিঘা জমি আছে। এখন আমনের মৌসুম। মাঠে সেচের খুব প্রয়োজন। এ সময় ট্রান্সফরমার চুরি হওয়ায় আমরা হতাশ।’ 

রোহিতা ইউনিয়ন পরিষদের ৪ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য মেহেদী হাসান বলেন, ট্রান্সফরমার চুরি হওয়ায় সেচযন্ত্রের মালিক ও তাঁর আওতার আমনচাষিদের বড় ধরনের ক্ষতি হয়ে গেল।

খেদাপাড়া পুলিশ ক্যাম্পের ইনচার্জ উপপরিদর্শক আব্দুর রাজ্জাক বলেন, ‘ট্রান্সফরমার চুরির খবর শুনেছি। সরেজমিন তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।’

খুলনায় সন্ত্রাসীদের গুলিতে নিহত বিকুলের ভাড়া বাসা থেকে অস্ত্র-গুলি উদ্ধার

যশোরে গুঁড়িয়ে দেওয়া হলো ৭৪টি অবৈধ কয়লার চুল্লি

খুলনা সিআইডির সদর দপ্তরে অগ্নিকাণ্ড

খুলনায় পুলিশের ধাওয়া খেয়ে ঠিকাদারের বাড়িতে গুলি ছুড়ল সন্ত্রাসীরা

দখল আতঙ্কে ৩২ পরিবার

ছাত্রীকে যৌন নিপীড়নের অভিযোগে খুবি শিক্ষককে শাস্তি

খুলনায় যুবককে গুলি করে হত্যা

জামায়াত নেতা মিয়া গোলাম পরওয়ারকে সতর্ক করলেন রিটার্নিং কর্মকর্তা

ভৈরব নদে পাওয়া লাশটি ‘ঘাউড়া রাজীবের’

খুলনায় ভৈরব নদ থেকে অজ্ঞাতনামা যুবকের লাশ উদ্ধার