হোম > সারা দেশ > খুলনা

খুলনায় প্রকাশ্যে দুর্বৃত্তদের গুলিতে যুবক নিহত

খুলনা প্রতিনিধি

প্রতীকী ছবি

খুলনার ফুলতলায় প্রকাশ্যে দুর্বৃত্তদের গুলিতে সুমন মোল্লা (৪২) নামের এক যুবক নিহত হয়েছেন। আজ মঙ্গলবার উপজেলার জামিরা বাজারসংলগ্ন পিপরাইল এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত সুমন মোল্লা ওই এলাকার রাকিব উদ্দিন মোল্লার ছেলে। তাঁর বিরুদ্ধে স্থানীয় থানায় একটি মামলা রয়েছে বলে জানা গেছে।

পুলিশ ও স্থানীয়রা জানান, সুমন মোটরসাইকেলে করে বেলা দেড়টার দিকে বাজারের উদ্দেশে বাড়ি থেকে বের হন। বাড়ি থেকে এক কিলোমিটার দূরে তিনি পিপরাইল নামক স্থানে পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি মোটরসাইকেলে তিন যুবক তাঁর গতিরোধ করেন।

সুমন মোল্লা কিছু বুঝে ওঠার আগে মোটরসাইকেলে থাকা যুবকদের একজন তাঁকে লক্ষ্য করে গুলি করেন। গুলিটি তার ডান পাশের গলা ভেদ করে বের হয়ে যায়।

এ সময় সুমন মোল্লা মোটরসাইকেল থেকে ছিটকে পাশের একটি ধান খেতে পড়ে যান। সন্ত্রাসীরা গুলি করে বীরদর্পে মোটরসাইকেল নিয়ে ঘটনাস্থল ত্যাগ করেন।

স্থানীয়রা ঘটনাস্থল থেকে সুমন মোল্লাকে উদ্ধার করে চিকিৎসার জন্য খুলনা মেডিকেল কলেজ (খুমেক) হাসপাতালে নিয়ে যায়। কিন্তু হাসপাতালে আসার আগেই তাঁর মৃত্যু হয়।

এ বিষয়ে ফুলতলা থানার তদন্ত কর্মকর্তা মনিরুজ্জামান খান তথ্যের সত্যতা নিশ্চিত করেছেন। তিনি বলেন, বাড়ি থেকে এক কিলোমিটার দূরে সন্ত্রাসীরা তাঁকে গুলি করে হত্যা করে। সংবাদ পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।

হত্যাকারীদের আটকের জন্য সম্ভাব্যস্থানে পুলিশ চেকপোস্ট এবং অভিযান পরিচালনা করা হচ্ছে। সুমন মোল্লার মরদেহ প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ শেষে পরিবারের কাছে হস্তান্তর করা হবে বলে জানান তিনি।

খুলনায় ভৈরব নদ থেকে অজ্ঞাতনামা যুবকের লাশ উদ্ধার

খুলনা নগরীতে দুর্বৃত্তের গুলিতে যুবক আহত

ভয়ংকর চেহারায় আহত বাঘটির গর্জন, সুস্থ হতে ২ মাস লাগবে: বন বিভাগ

সুন্দরবনের পর্যটনবাহী নৌযানমালিকদের ধর্মঘট প্রত্যাহার

সুন্দরবনের কচিখালীতে হরিণসহ শিকারি আটক

খুলনা নিউমার্কেট এলাকায় অস্ত্রের মহড়া, ব্যবসায়ীদের মধ্যে আতঙ্ক

সুন্দরবনের সেই বাঘ একটু হাঁটাচলা করেছে, খাবার না খেলেও পানি পান করেছে

সুন্দরবনে পর্যটকবাহী নৌযান ধর্মঘট, বিপাকে ঘুরতে আসা দর্শনার্থীরা

যশোরে ব্যবসায়ীকে গুলি করে হত্যা

সুন্দরবনে মাসুম বাহিনীর ৬ সদস্য আটক, উদ্ধার হওয়া পর্যটকেরা সুস্থ