হোম > সারা দেশ > খুলনা

ঝিনাইদহে দুপক্ষের সংঘর্ষে স্বেচ্ছাসেবক দল ও যুবলীগ কর্মীসহ আহত ৪

ঝিনাইদহ প্রতিনিধি

ঝিনাইদহ শহরের ৩ নম্বর পানির ট্যাংকিপাড়ায় পূর্ব শত্রুতা ও কথা-কাটাকাটির জেরে ওয়ার্ড স্বেচ্ছাসেবক দলের সভাপতি ও যুবলীগ কর্মীসহ ৪ জনকে কুপিয়ে আহত করার ঘটনা ঘটেছে। আহতদের ঝিনাইদহ সদর হাসপাতালে নেওয়া হলে দুজনকে ঢাকায় রেফার করেন সেখানকার চিকিৎসক। আজ মঙ্গলবার রাত ৮টার দিকে এ ঘটনা ঘটে। 

আহতেরা হলেন—সদর পৌর সভার ২ নম্বর ওয়ার্ড স্বেচ্ছাসেবক দলের সভাপতি হাফিজুর রহমান পলাশ, শহরের ট্যাংকিপাড়া এলাকার বাসিন্দা যুবলীগ কর্মী মো. বাদল (৩৫), যুবলীগকর্মী কালু হোসেন এবং আলিফ। 

ঝিনাইদহ সদর হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক ডা. মেহেদী ইসলাম টিটু আজকের পত্রিকাকে বলেন, ‘হাসপাতালে আসা আহতদের শরীরে ধারালো অস্ত্রের আঘাত রয়েছে। তাদের মধ্যে দুজনের অবস্থা আশঙ্কাজনক। তাদের ঢাকায় রেফার করা হয়েছে।’ 

স্থানীয়রা বলছে, সন্ধ্যায় শহরের ৩ নম্বর পানির ট্যাংকিপাড়া এলাকায় বসে ছিলেন স্বেচ্ছাসেবক দলের সভাপতি হাফিজুর রহমান পলাশ। এ সময় ওই স্থানে আসে যুবলীগ কর্মী মো. বাদলসহ কয়েকজন। তখন রাজনৈতিক পূর্ব শত্রুতার জেরে তাদের মধ্যে কথা-কাটাকাটি হয়। পরে উভয় পক্ষই ধারালো অস্ত্র নিয়ে সংঘর্ষে লিপ্ত হয়। এ সময় ৪ জন আহত হন। 

এ বিষয়ে ঝিনাইদহ সদর থানার সেকেন্ড অফিসার শরিফুল ইসলাম শরিফ আজকের পত্রিকাকে বলেন, ‘খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ মোতায়েন আছে। তাদের মধ্যে আধিপত্য বিস্তার নিয়ে পূর্ব শত্রুতার জেরে এ ঘটনা ঘটেছে বলে প্রাথমিকভাবে জানা গেছে।’

এনসিপি পরিচয়ে আ.লীগ নেতার খোঁজে গিয়ে ২০ লাখ টাকা চাঁদা দাবি, আটক ৩

খুলনায় মুফতি আমির হামজার বিরুদ্ধে মামলা

খুলনার ৬ আসন: সর্বোচ্চ ব্যয় করবেন বিএনপির আলী আসগর লবী

দুর্যোগে বন্য প্রাণী রক্ষা করবে ‘টাইগার টিলা’

ঝিনাইদহে সেনাবাহিনীর টহলগাড়ির সঙ্গে ট্রাকের সংঘর্ষ, আহত ৪ সেনাসদস্য

খুলনায় নারীর ঝুলন্ত লাশ উদ্ধার

‘গুহা’ থেকে অপহৃত ম্যানেজার ২৪ ঘণ্টার মধ্যে উদ্ধার

দ্বিতীয় জানাজা শেষে ডাবলুর দাফন, ‘হত্যার’ বিচারের দাবি পরিবার ও নেতাদের

খুলনায় সন্ত্রাসীদের গুলিতে নিহত বিকুলের ভাড়া বাসা থেকে অস্ত্র-গুলি উদ্ধার

যশোরে গুঁড়িয়ে দেওয়া হলো ৭৪টি অবৈধ কয়লার চুল্লি