দৌলতপুর (কুষ্টিয়া) প্রতিনিধি
কুষ্টিয়ার কুমারগাড়ায় মাইক্রোবাস ও অটোরিকশার সংঘর্ষে মনোয়ারা (৫০) নামের এক নারী নিহত হয়েছেন। এ সময় আহত হয়েছেন আরও চার যাত্রী।
আজ শুক্রবার দুপুরে কুষ্টিয়া-ঝিনাইদহ মহাসড়কের কুমারগাড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত মনোয়ারা সদরের বালিয়াপাড়ার আকমল হোসেনের স্ত্রী। ফাতেমা, হৃদয়সহ আহত চারজন কুষ্টিয়া হাসপাতালে চিকিৎসাধীন।
কুষ্টিয়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সৈয়দ আশিকুর রহমান দুর্ঘটনার তথ্য নিশ্চিত করেছেন।