হোম > সারা দেশ > যশোর

জাতীয় নির্বাচনে সব দলের অংশগ্রহণের চেষ্টা চলছে: ইসি আহসান

বেনাপোল (যশোর) প্রতিনিধি

নির্বাচন কমিশনার ব্রিগেডিয়ার জেনারেল মো. আহসান হাবিব খান (অব.) বলেছেন, সামনে জাতীয় নির্বাচনে যাতে সব দলের অংশগ্রহণে আরও উৎসবমুখর পরিবেশে ভোটাররা ভোট দিয়ে তাঁদের পছন্দের প্রার্থীকে নির্বাচিত করতে পারেন তার চেষ্টা চলছে। ইতিমধ্যে বিরোধী দলের সর্বোচ্চ নেতাদের চায়ের দাওয়াত দিয়ে নির্বাচনে অংশ নেওয়ার আহ্বান জানানো হয়েছে। কিন্তু দুঃখের বিষয়, কোনো সাড়া মেলেনি। তবে আশা করা হচ্ছে আগামী নির্বাচনে তারা অংশ নেবে। 

বেনাপোল পৌরসভা নির্বাচন উপলক্ষে জেলা নির্বাচন অফিস ও উপজেলা প্রশাসনের আয়োজনে আজ মঙ্গলবার দুপুরে উপজেলা পরিষদ হলরুমে প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের সঙ্গে মতবিনিময় সভায় মো. আহসান হাবিব খান এসব কথা বলেন। এ সময় তিনি আরও বলেন, পৌর নির্বাচন যাতে সুষ্ঠু, নিরপেক্ষ ও স্বচ্ছ হয় তার জন্য সব ধরনের প্রস্তুতি নেওয়া হচ্ছে। 

মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন জেলা প্রশাসক মো. তমিজুল ইসলাম খান, পুলিশ সুপার প্রলয় কুমার জোয়ারদার, খুলনা অঞ্চলের আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা মো. হুমায়ুন কবীর ও উপজেলা নির্বাহী অফিসার নারায়ণ চন্দ্র পালসহ পৌর মেয়র ও কাউন্সিলর প্রার্থীরা। 

দীর্ঘ ১২ বছর পর ১৭ জুলাই বেনাপোল পৌর নির্বাচন অনুষ্ঠিত হবে। নির্বাচনে মোট তিনজন মেয়র প্রার্থী ও ৬২ জন কাউন্সিলর প্রার্থী অংশ নেবেন। 

পৌর নির্বাচনে নৌকা প্রতীক নিয়ে মেয়র পদে লড়বেন বেনাপোল পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নাসির উদ্দিন, স্বতন্ত্র প্রার্থী হিসেবে জগ প্রতীক নিয়ে ফারুক হোসেন উজ্জ্বল ও মোবাইল ফোন প্রতীক নিয়ে প্রচার-প্রচারণা চালাচ্ছেন স্বতন্ত্র প্রার্থী মফিজুর রহমান সজন।

খুলনা নিউমার্কেট এলাকায় অস্ত্রের মহড়া, ব্যবসায়ীদের মধ্যে আতঙ্ক

সুন্দরবনের সেই বাঘ একটু হাঁটাচলা করেছে, খাবার না খেলেও পানি পান করেছে

সুন্দরবনে পর্যটকবাহী নৌযান ধর্মঘট, বিপাকে ঘুরতে আসা দর্শনার্থীরা

যশোরে ব্যবসায়ীকে গুলি করে হত্যা

সুন্দরবনে মাসুম বাহিনীর ৬ সদস্য আটক, উদ্ধার হওয়া পর্যটকেরা সুস্থ

সুন্দরবনে অপহৃত রিসোর্ট মালিকসহ দুই পর্যটককে উদ্ধার

খুলনা-১ আসন: সম্পদে এগিয়ে কৃষ্ণ নন্দী, বার্ষিক আয়ে এজাজ খান

সুন্দরবনে রিসোর্ট মালিক ও দুই পর্যটককে অপহরণ, ৪০ লাখ টাকা মুক্তিপণ দাবি দস্যুদের

ডুমুরিয়ায় অ্যাম্বুলেন্সের ধাক্কায় দুই ভ্যান আরোহী নিহত

খুলনায় র‌্যাবের সোর্সকে গুলি