হোম > সারা দেশ > খুলনা

ডুমুরিয়ায় প্রশিক্ষণপ্রাপ্ত নারীদের মাঝে সনদ বিতরণ

ডুমুরিয়া (খুলনা) প্রতিনিধি

ডুমুরিয়ায় উপকূলীয় অঞ্চলের নারীদের জীবনযাত্রার মানোন্নয়নে বিভিন্ন ট্রেডে প্রশিক্ষণার্থীদের মাঝে প্রশিক্ষণ ভাতা ও সনদ বিতরণ করা হয়েছে। বুধবার দুপুরে ডুমুরিয়া শহীদ স্মৃতি মহিলা মহাবিদ্যালয়ে আয়োজিত ১৫ দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালার সমাপনী অনুষ্ঠানে এগুলো বিতরণ করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে ভার্চুয়ালি যুক্ত হয়ে বক্তব্য দেন কৃষি মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব (অ্যাডমিন) ওয়াহিদা আক্তার। 

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. আবদুল ওয়াদুদের সভাপতিত্বে এ অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা মহিলাবিষয়ক দপ্তরের উপপরিচালক হাসনা হেনা, কলেজের অধ্যক্ষ শেখ শহিদুল ইসলাম, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা শেখ ফিরোজ আহমেদ, উপজেলা মহিলাবিষয়ক কর্মকর্তা রীনা মজুমদার, এস কে মুনির আহম্মেদ, বীর মুক্তিযোদ্ধা শেখ নজির আহমেদ, ওয়েলফেয়ার ফাউন্ডেশনের সিইও নারগিস ফাতেমা জামিন, সংগঠনের সভাপতি নাহিদা আক্তার বীণা প্রমুখ। অনুষ্ঠান পরিচালনায় ছিলেন ফাউন্ডেশনের জনসংযোগ কর্মকর্তা শরিফুল ইসলাম কাজল। 

জানা যায়, নারী ও শিশুবিষয়ক মন্ত্রণালয়ের তত্ত্বাবধানে এবং বীর মুক্তিযোদ্ধা নজির আহমেদ ওয়েলফেয়ার ফাউন্ডেশনের বাস্তবায়নে ডুমুরিয়া উপজেলার তৃণমূল পর্যায়ের ৫৫০ জন নারীকে মৎস্য চাষ, হাঁস-মুরগি পালন, স্যানিটারি ন্যাপকিন তৈরি, ব্লক বাটিক ও দরজিবিজ্ঞান, পাট ও পাটজাত পণ্যের ব্যবহার এবং কাগজের ঠোঙা তৈরির প্রশিক্ষণ দেওয়া হয়েছে। ১৫ দিনব্যাপী এই প্রশিক্ষণ শেষে অতিথিবৃন্দ প্রশিক্ষণার্থীদের মাঝে জনপ্রতি দেড় হাজার টাকা প্রশিক্ষণ ভাতা এবং সনদ বিতরণ করেন। 

ভৈরব নদে পাওয়া লাশটি ‘ঘাউড়া রাজীবের’

খুলনায় ভৈরব নদ থেকে অজ্ঞাতনামা যুবকের লাশ উদ্ধার

খুলনা নগরীতে দুর্বৃত্তের গুলিতে যুবক আহত

ভয়ংকর চেহারায় আহত বাঘটির গর্জন, সুস্থ হতে ২ মাস লাগবে: বন বিভাগ

সুন্দরবনের পর্যটনবাহী নৌযানমালিকদের ধর্মঘট প্রত্যাহার

সুন্দরবনের কচিখালীতে হরিণসহ শিকারি আটক

খুলনা নিউমার্কেট এলাকায় অস্ত্রের মহড়া, ব্যবসায়ীদের মধ্যে আতঙ্ক

সুন্দরবনের সেই বাঘ একটু হাঁটাচলা করেছে, খাবার না খেলেও পানি পান করেছে

সুন্দরবনে পর্যটকবাহী নৌযান ধর্মঘট, বিপাকে ঘুরতে আসা দর্শনার্থীরা

যশোরে ব্যবসায়ীকে গুলি করে হত্যা