হোম > সারা দেশ > কুষ্টিয়া

কুষ্টিয়া সাংবাদিক ফোরাম–ঢাকার সভাপতি আবু বকর, সম্পাদক রিজভী

আজকের পত্রিকা ডেস্ক­

আবু বকর সিদ্দীক ও রনজক রিজভী। ছবি: সংগৃহীত

কুষ্টিয়া সাংবাদিক ফোরাম–ঢাকার দ্বিবার্ষিক নির্বাচন (২০২৫-২৬) অনুষ্ঠিত হয়েছে। গতকাল রোববার রাজধানী শান্তিনগর ‘কুষ্টিয়া ভবনে’ নির্বাচনের চূড়ান্ত তালিকা প্রকাশ করা হয়। তবে, এবার কোনো প্রতিদ্বন্দ্বী প্রার্থী না সবাইকে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত ঘোষণা করেছেন নির্বাচন কমিশন।

সভাপতি হয়েছেন দৈনিক সময়ের কাগজের আবু বকর সিদ্দীক এবং সাধারণ সম্পাদক এইমাত্র ডটকম’র রনজক রিজভী। সিনিয়র সহ-সভাপতি আব্দুল বারী, সহ-সভাপতি ফরহাদুল ফরিদ, যুগ্ম সাধারণ সম্পাদক হোসেন শহীদ মজনু, সাংগঠনিক সম্পাদক মুন্সি তরিকুল ইসলাম, অর্থ সম্পাদক জাফর আহমদ, প্রচার ও প্রকাশনা সম্পাদক তাজবীর সজীব, দপ্তর সম্পাদক মো. মনিরুল ইসলাম, ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক জাহিদুল আলম জয়, মহিলা বিষয়ক সম্পাদক শেখ তুনাজজিনা তনু।

নির্বাহী সদস্য–আতিক হেলাল, আব্দুল্লাহ জেয়াদ, শাজাহান আকন্দ শুভ, ফারুক হোসেন, মহসিন আশরাফ, মাহমুদুল কবির চঞ্চল, মো. জাহিদুজ্জামান, ওয়াহিদ আহমেদ উজ্জল, জহির মুন্না, সাবিনা ইয়াসমিন।

প্রধান নির্বাচন কমিশনারের দায়িত্ব পালন করেন ড. কাজল রশীদ শাহীন। কমিশনের অপর দুই সদস্য হলেন খাদেমুল ইসলাম ও রেজাউর রহমান রিজভী।

উল্লেখ্য, আগামী ২৫ এপ্রিল কুষ্টিয়া সাংবাদিক ফোরাম, ঢাকার সাধারণ সভা ও নির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথা ছিল। নির্বাচনের প্রয়োজন না থাকাসহ কিছু কারণে বর্তমান নির্বাহী পরিষদ ২৫ এপ্রিলের পরিবর্তে ২৪ এপ্রিল (বৃহস্পতিবার) জাতীয় প্রেসক্লাবে বেলা ১১টায় সাধারণ সভা, বর্তমান কমিটির বিদায় ও নতুন কমিটির অভিষেক অনুষ্ঠানের সিদ্ধান্ত হয়েছে।

আবাসিক হোটেল থেকে জাপা নেতার মরদেহ উদ্ধার

খুলনায় সন্ত্রাসীদের গুলিতে সাংবাদিক নিহত, প্রাণিচিকিৎসক আশঙ্কাজনক

খুলনায় সন্ত্রাসীদের গুলিতে সাংবাদিক নিহত

খুলনায় আদালত প্রাঙ্গণে জোড়া খুনের ঘটনায় যুবক গ্রেপ্তার

রাজনৈতিক দলগুলোর কাছে ১৩ দফা দাবি পরিবেশ ও উন্নয়ন ফোরামের

প্রার্থীর আবেদনের ভিত্তিতে নিরাপত্তা দেওয়া হবে: কেএমপি কমিশনার

আমির হামজার বক্তব্যের কঠোর সমালোচনা করে জাতীয় মুক্তি কাউন্সিলের বিবৃতি

খুলনায় আবাসিক হোটেল থেকে যুবকের লাশ উদ্ধার

সাত দফা দাবিতে মিরপুরে রেলপথ অবরোধ, দুই ঘণ্টা পর প্রত্যাহার

খুলনার পূর্ব রূপসায় যুবককে গুলি করে হত্যা