হোম > সারা দেশ > কুষ্টিয়া

ইবিতে শিক্ষার্থীকে র‍্যাগিংয়ের তদন্ত প্রতিবেদন জমা

ইবি প্রতিনিধি

কুষ্টিয়া ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) হিউম্যান রিসোর্স ম্যানেজমেন্টের প্রথম বর্ষের শিক্ষার্থীকে র‍্যাগিংয়ের তদন্ত প্রতিবেদন জমা দেওয়া হয়েছে। আজ রোববার উপাচার্য কার্যালয়ে প্রতিবেদনটি জমা দেন তদন্ত কমিটির আহ্বায়ক ব্যবসায় প্রশাসন অনুষদের ডিন সাইফুল ইসলাম। 

এর আগে গত ৯ সেপ্টেম্বর র‍্যাগিং ও মানসিক নির্যাতনের অভিযোগ এনে হিউম্যান রিসোর্স ম্যানেজমেন্টের ওই শিক্ষার্থী বিশ্ববিদ্যালয়ের প্রক্টর ও ছাত্র উপদেষ্টার কাছে একটি লিখিত অভিযোগ দেন। পরদিন ১০ সেপ্টেম্বর বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ অভিযোগটি তদন্তের জন্য কমিটি গঠন করে। 
 

তদন্ত প্রতিবেদনে ভুক্তভোগী–অভিযুক্তদের সাক্ষাৎকার এবং তথ্য-উপাত্ত রয়েছে। প্রতিবেদনটি পরবর্তীতে ছাত্র শৃঙ্খলা সভায় উঠবে। সভা থেকে অভিযুক্তদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়ার সিদ্ধান্ত হবে বলে জানা যায়। 

এ বিষয়ে জানতে চাইলে তদন্ত কমিটির এক সদস্য নাম প্রকাশ না করার শর্তে আজকের পত্রিকাকে বলেন, ‘আমরা ভুক্তভোগী ও অভিযুক্তদের সঙ্গে কথা বলেছি। বিভাগের অন্য শিক্ষার্থীদের সঙ্গেও কথা বলেছি। তাতে ভুক্তভোগীর সঙ্গে যে ঘটনা ঘটেছে, তার সত্যতা পেয়েছি। তদন্তে উঠে এসেছে ভুক্তভোগী বিভিন্নভাবে র‍্যাগিংয়ের স্বীকার হয়েছে। তদন্ত কমিটির সবার স্বাক্ষর সংবলিত ১৬ পৃষ্ঠার একটি তদন্ত প্রতিবেদন জমা দিয়েছে। এ ঘটনায় আটজনের সাক্ষাৎকার নেওয়া হয়েছে।’ 

তদন্ত কমিটির আহ্বায়ক ব্যবসায় প্রশাসন অনুষদের ডিন সাইফুল ইসলাম আজকের পত্রিকাকে বলেন, ‘নির্দিষ্ট সময়ের মধ্যে তদন্ত প্রতিবেদন জমা দিয়ে দিয়েছি।’ তদন্তের বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, ‘তদন্তের বিষয়ে কিছুই বলা যাবে না।’

খুবির প্রথম বর্ষের চার ইউনিটের ভর্তি পরীক্ষার ফল প্রকাশ

খুলনায় সকাল থেকেই মনোনয়ন জমা দেওয়া শুরু

ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল আরোহী নিহত

খুলনায় দুর্বৃত্তদের হামলায় দুই যুবক গুরুতর আহত

খুলনায় শ্রমিক শক্তির নেতাকে গুলি: সহযোগীসহ শুটার ঢাকাইয়া শামীম গ্রেপ্তার

মাগুরা-২: রাজনীতি থেকে অবসরের ঘোষণা সাবেক এমপি কাজী সালিমুল হকের

খুলনায় মা হত্যায় ছেলে গ্রেপ্তার

খুলনায় শ্রমিক শক্তির নেতাকে গুলি: যুবশক্তির সেই নেত্রী কারাগারে

খুলনায় শ্রমিক শক্তির নেতা মোতালেব হত্যার চেষ্টা: মামলা ডিবিতে, গ্রেপ্তার তন্বি অন্তঃসত্ত্বা হওয়ার দাবি

খুলনায় এনসিপি নেতাকে গুলির ঘটনায় মামলা