হোম > সারা দেশ > যশোর

অভয়নগরে সামাজিক সম্প্রীতি রক্ষায় মতবিনিময়

অভয়নগর (যশোর) প্রতিনিধি

যশোরের অভয়নগর উপজেলায় ধর্মীয় ও সামাজিক সম্প্রীতি রক্ষায় উপজেলা আওয়ামী লীগের সঙ্গে পূজা উদ্‌যাপন পরিষদের মতবিনিময় সভা হয়েছে।

গতকাল বৃহস্পতিবার রাতে উপজেলা আওয়ামী লীগের কার্যালয়ে এ মতবিনিময় সভা হয়। 

সভায় বক্তারা বলেন, ধর্মীয় ও সামাজিক সম্প্রীতি রক্ষায় সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। কোনো অপশক্তিকে সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্ট করার সুযোগ দেওয়া যাবে না। এ দেশ সব সম্প্রদায়ের। তাই সবাইকে মিলেমিশে একত্রে থাকতে হবে। 

উপজেলা আওয়ামী লীগের সভাপতি এনামুল হক বাবুলের সভাপতিত্বে সভায় উপস্থিত ছিলেন সাবেক পৌর চেয়ারম্যান সরদার অলিয়ার রহমান, উপজেলা পূজা উদ্‌যাপন পরিষদের সাধারণ সম্পাদক ও পৌর মেয়র সুশান্ত কুমার দাস শান্ত, উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক হাবিবুর রহমান বাপ্পী, আইনবিষয়ক সম্পাদক অ্যাডভোকেট সৈয়দ কবীর হোসেন জনি, দপ্তর সম্পাদক গোলাম জহিরুল হক লিখন, মুক্তিযোদ্ধাবিষয়ক সম্পাদক দুলাল অধিকারী, সহদপ্তর সম্পাদক আলমগীর মিনা, ইউপি চেয়ারম্যান অ্যাডভোকেট নাসির উদ্দিন, আব্দুল মাজেদ মুন্সী, নাসির ফারাজী, ফারাজী মনির হাসান তাপস প্রমুখ।

অন্যদিকে উপজেলা পূজা উদ্‌যাপন পরিষদের পক্ষে উপস্থিত ছিলেন সভাপতি বিষ্ণুপদ দত্ত, সহসভাপতি অধীর কুমার পাড়ে, শেখর চন্দ্র সাহা ও শংকর সিংহ। 

খুলনা-৩ আসনে তিন স্বতন্ত্র প্রার্থীর মনোনয়ন বাতিল, বৈধ ৯টি

হাড়কাঁপানো শীতে কাঁপছে জীবননগর, এক দিনেই তাপমাত্রা কমল ৪ ডিগ্রি

খুলনায় দেশীয় অস্ত্র, গুলি ও মাদকসহ গ্রেপ্তার ৫

খুবির প্রথম বর্ষের চার ইউনিটের ভর্তি পরীক্ষার ফল প্রকাশ

খুলনায় সকাল থেকেই মনোনয়ন জমা দেওয়া শুরু

ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল আরোহী নিহত

খুলনায় দুর্বৃত্তদের হামলায় দুই যুবক গুরুতর আহত

খুলনায় শ্রমিক শক্তির নেতাকে গুলি: সহযোগীসহ শুটার ঢাকাইয়া শামীম গ্রেপ্তার

মাগুরা-২: রাজনীতি থেকে অবসরের ঘোষণা সাবেক এমপি কাজী সালিমুল হকের

খুলনায় মা হত্যায় ছেলে গ্রেপ্তার