হোম > সারা দেশ > খুলনা

নাশকতার মামলায় বিএনপি নেতা হেলালসহ ১৩ জনের জামিন না মঞ্জুর

খুলনা প্রতিনিধি

খুলনায় নাশকতার পৃথক দুই মামলায় বিএনপির কেন্দ্রীয় নেতা আজিজুল বারী হেলালসহ ১৩ নেতা কর্মীর জামিন না মঞ্জুর করে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছে আদালত। একই মামলায় আদালত জামিন দেয় অন্য আট নেতা কর্মীকে। আজ বৃহস্পতিবার খুলনা জেলা দায়রা জজ আদালতের বিচারক মীর শফিকুল আলম এ রায় দেন। 

মামলায় বিএনপির নেতা কর্মীরা উচ্চ আদালতের জামিন শেষে আজ নিম্ন আদালতে হাজির হলে জামিনের আবেদনের শুনানি শেষে এ আদেশ দেন বিচারক। 

জামিন না মঞ্জুর হওয়া নেতারা হলেন-বিএনপির কেন্দ্রীয় তথ্য বিষয়ক সম্পাদক আজিজুল বারী হেলাল, জেলা বিএনপির আহ্বায়ক আমীর এজাজ খান, বিএনপি নেতা শেখ ফরহাদ হোসেন, আবরার হোসাইন সৈকত, আব্দুর রব আকুঞ্জি, মো. জামিনুর রহমান, মোল্লা মশিউর রহমান, মো. শাহ নেওয়াজ শেখ, হিমেল গাজী, নবাব মোল্লা, সোহেল রানা, মিঠু খান ও সৈয়দ সাগর। 

জামিন পাওয়া নেতারা হলেন–ডুমুরিয়া উপজেলা বিএনপির নেতা মোল্যা মোশাররফ হোসেন মফিজ, আব্দুল হালিম, মশিউর রহমান লিটন, হাফিজুর রহমান শেখ, শেখ সরোয়ার হোসেন, শফি খান, আতিয়ার সরদার ও সরদার আব্দুল মালেক। 

আসামি পক্ষের আইনজীবী চৌধুরী তৌহিদুর রহমান তুষার এ তথ্য নিশ্চিত করে আজকের পত্রিকাকে বলেন, ‘গত ১১ ফেব্রুয়ারি বিদ্যুৎ-গ্যাস, নিত্যপ্রয়োজনীয় দ্রব্যমূল্য, কৃষি উপকরণের মূল্য কমানোসহ ১০ দফা দাবিতে পদযাত্রা কর্মসূচি পালন করে বিএনপি। 

ওইরাতে রাতে ডুমুরিয়া থানার এস আই তারেক রাইয়ান বাদী হয়ে বিএনপির কেন্দ্রীয় নেতা আজিজুল বারী হেলাল, জেলা বিএনপির আহ্বায়ক আমীর এজাজ খান, উপজেলা আহ্বায়ক মোল্লা মোশাররফ হোসেন মফিজসহ ১৮ জনের নাম উল্লেখসহ ১৩০ নেতা কর্মীর বিরুদ্ধে নাশকতা সৃষ্টির অভিযোগে একটি মামলা দায়ের করে।’

তিনি আরও বলেন, ‘এ মামলায় উচ্চ আদালত থেকে জামিনে ছিলেন এজাহারনামীয় নেতারা। একই দিনে দিঘলিয়া থানায়ও পৃথক মামলা করে পুলিশ।’ মামলার আসামিরা জামিনে ছিলেন বলে জানান তিনি। 

এদিকে কেন্দ্রীয় নেতা আজিজুল বারী হেলালসহ ১৩ নেতা কর্মীকে কারাগারে পাঠানোর ঘটনায় নিন্দা ও তাদের মুক্তির দাবি জানিয়েছেন খুলনা মহানগর বিএনপির আহ্বায়ক অ্যাডভোকেট শফিকুল আলম মনা ও সদস্যসচিব মো. মফিকুল আলম তুহিন।

ডুমুরিয়ায় অ্যাম্বুলেন্সের ধাক্কায় দুই ভ্যান আরোহী নিহত

খুলনায় র‌্যাবের সোর্সকে গুলি

খুলনা-৩ আসনে তিন স্বতন্ত্র প্রার্থীর মনোনয়ন বাতিল, বৈধ ৯টি

হাড়কাঁপানো শীতে কাঁপছে জীবননগর, এক দিনেই তাপমাত্রা কমল ৪ ডিগ্রি

খুলনায় দেশীয় অস্ত্র, গুলি ও মাদকসহ গ্রেপ্তার ৫

খুবির প্রথম বর্ষের চার ইউনিটের ভর্তি পরীক্ষার ফল প্রকাশ

খুলনায় সকাল থেকেই মনোনয়ন জমা দেওয়া শুরু

ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল আরোহী নিহত

খুলনায় দুর্বৃত্তদের হামলায় দুই যুবক গুরুতর আহত

খুলনায় শ্রমিক শক্তির নেতাকে গুলি: সহযোগীসহ শুটার ঢাকাইয়া শামীম গ্রেপ্তার