হোম > সারা দেশ > বাগেরহাট

রোগীর শরীরে মেয়াদোত্তীর্ণ স্যালাইন পুশ, অভিযুক্ত নার্সকে শোকজ

শরণখোলা (বাগেরহাট) প্রতিনিধি

বাগেরহাটের শরণখোলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আবু হানিফ হাওলাদার (৬০) নামে এক রোগীর শরীরে মেয়াদোত্তীর্ণ সরকারি স্যালাইন পুশ করার অভিযোগ পাওয়া গেছে। আজ বুধবার সকালে এই ঘটনা ঘটে।

শামীমা নামে এক নার্স প্রায় দুই মাস আগে মেয়াদ শেষ হওয়া স্যালাইন দেন তাঁর শরীরে। এর পর থেকেই রোগীর শরীরে জ্বালা–যন্ত্রণা শুরু হয়েছে বলে জানিয়েছেন স্বজনেরা।

রোগীর ছেলে জাকারিয়া হাওলাদার জানান, সকাল পৌনে ৭টার দিকে শামীমা নামে এক নার্স তাঁর বাবার শরীরে হাসপাতালের সরকারি স্যালাইন পুশ করেন। স্যালাইনের প্রায় তিনের দুই ভাগ শেষ হয়। এমন সময় তাঁর ছোট বোন হাসিনা বেগম স্যালাইনের গায়ে মেয়াদ উত্তীর্ণের তারিখ ০২ / ২০২২ লেখা দেখতে পান। পরে নার্সকে ডেকে বিষয়টি জানালে দ্রুত স্যালাইন খুলে ফেলা হয়। 

হাসপাতালের আবাসিক স্বাস্থ্য কর্মকর্তা (আরএমও) ডা. এস এম ফয়সাল আহমেদ বলেন, ‘হানিফ হাওলাদার নামে ওই রোগী শরীরে জ্বালা–যন্ত্রণা নিয়েই হাসপাতালে আসেন। উচ্চ রক্তচাপও ছিল তাঁর। এ অবস্থায় নার্স শামীমা স্যালাইনের মেয়াদ না দেখেই তাঁর শরীরে পুশ করেছেন। এটা তাঁর গাফিলতি। বর্তমানে তিনি স্বাভাবিক আছেন। তাঁকে ২৪ থেকে ৪৮ ঘণ্টা অবজারভেশনে রাখা হবে।’

ডা. এস এম ফয়সাল আরও বলেন, ‘অভিযুক্ত নার্স শামীমাকে শোকজ নোটিশ দেওয়া হয়েছে। তাঁকে এ বিষয়ে তিন দিনের মধ্যে জবাব দিতে বলা হয়েছে। অন্যদিকে, স্টোরে স্যালাইন, ওষুধসহ মেয়াদোত্তীর্ণ অন্য কোনো মালামাল আছে কিনা সেব্যাপারেও স্টোর কিপার ও নার্সিং ইনচার্জকে খোঁজ নিতে বলা হয়েছে।’ 

খুলনায় ভৈরব নদ থেকে অজ্ঞাতনামা যুবকের লাশ উদ্ধার

খুলনা নগরীতে দুর্বৃত্তের গুলিতে যুবক আহত

ভয়ংকর চেহারায় আহত বাঘটির গর্জন, সুস্থ হতে ২ মাস লাগবে: বন বিভাগ

সুন্দরবনের পর্যটনবাহী নৌযানমালিকদের ধর্মঘট প্রত্যাহার

সুন্দরবনের কচিখালীতে হরিণসহ শিকারি আটক

খুলনা নিউমার্কেট এলাকায় অস্ত্রের মহড়া, ব্যবসায়ীদের মধ্যে আতঙ্ক

সুন্দরবনের সেই বাঘ একটু হাঁটাচলা করেছে, খাবার না খেলেও পানি পান করেছে

সুন্দরবনে পর্যটকবাহী নৌযান ধর্মঘট, বিপাকে ঘুরতে আসা দর্শনার্থীরা

যশোরে ব্যবসায়ীকে গুলি করে হত্যা

সুন্দরবনে মাসুম বাহিনীর ৬ সদস্য আটক, উদ্ধার হওয়া পর্যটকেরা সুস্থ