হোম > সারা দেশ > ঝালকাঠি

কিশোরীকে তুলে নিয়ে ধর্ষণ, যুবক গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদক, বরিশাল

বরিশালের ঝালকাঠি জেলার রাজাপুরে মুখে গামছা বেঁধে কিশোরীকে (১২) তুলে নিয়ে ধর্ষণের মামলার আসামি শাকিলকে (২২) গ্রেপ্তার করেছে র‍্যাব। আজ বুধবার দুপুরে নগরীর রূপাতলীতে র‍্যাব-৮ এর সদর দপ্তরের মিডিয়া রুমে সংবাদ সম্মেলনে এতথ্য জানানো হয়। 

গতকাল মঙ্গলবার রাজধানীর তেজগাঁও এলাকায় র‍্যাব যৌথ অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে। গ্রেপ্তারকৃত মোহাম্মদ শাকিল রাজাপুর উপজেলার ৬ নম্বর ওয়ার্ডের বাসিন্দা। 

গত ৫ মে সন্ধ্যা সোয়া ৭টার দিকের এই ঘটনায় শাকিলকে একমাত্র আসামি করে রাজাপুর থানায় মামলা করেন ভুক্তভোগীর বাবা। 

সংবাদ সম্মেলনে র‍্যাবের কমান্ডিং অফিসার লেফটেন্যান্ট কর্নেল মাহামুদুল হাসান বলেন, ঘটনার দিন কিশোরী তার খালার বাড়ি থেকে নিজ বাড়ি যাচ্ছিল। তখন রাজাপুর উপজেলার ৬ নম্বর ওয়ার্ডের বাসিন্দা শাকিল তাকে অনুসরণ করে। কিশোরী উপজেলার বাইপাস মোড় অতিক্রমকালে শাকিল তার মুখে গামছা বেঁধে তুলে নিয়ে যায়। তারপর পার্শ্ববর্তী বাগানে নিয়ে ধর্ষণ করে পলিয়ে যায়। 

পরবর্তীতে ওই কিশোরীর বাবা শাকিলকে একমাত্র আসামি করে রাজাপুর থানায় ধর্ষণ মামলা দায়ের করেন। সেই মামলার প্রেক্ষিতে তাকে যৌথ অভিযান চালিয়ে গ্রেপ্তার করা হয়েছে।

‘আমার ওসমানকে আমি রেখেছিলাম দেশের জন্য’ বললেন হাদির বোন

‘বিড়িতে সুখটান দিয়ে দাঁড়িপাল্লার দাওয়াত...’, জামায়াতের ফয়জুলকে ইসির শোকজ

ঝালকাঠিতে বিদ্যুতায়িত হয়ে কলেজছাত্রের মৃত্যু

নলছিটিতে বিএনপির শোকসভার মঞ্চে হাতাহাতি

‘বিড়িতে সুখটান দিয়েও যদি কেউ দাঁড়িপাল্লার দাওয়াত দেয়.... তার পেছনের গুনাহ মাফ’

নলছিটিতে পাঁচ ইটভাটায় ১১ লাখ টাকা জরিমানা

রাজাপুরে খালেদা জিয়াকে নিয়ে কটূক্তির অভিযোগ, অধ্যক্ষের কক্ষে তালা দিল বিএনপির নেতা-কর্মীরা

কাঁঠালিয়ায় যুবকের ঝুলন্ত লাশ উদ্ধার

১৭০ টাকার জন্য চাচার হাতে ভাতিজি খুন

এনসিপির প্রার্থী ডা. মাহমুদা মিতুকে হত্যার হুমকি