হোম > সারা দেশ > ঝালকাঠি

ঝালকাঠি জেলা বিএনপির কার্যালয় ভাঙচুরের অভিযোগ, সম্মেলন পণ্ড

ঝালকাঠি প্রতিনিধি

পুলিশের বাধায় পণ্ড হয়ে গেছে ঝালকাঠি সদর উপজেলা বিএনপির দ্বিবার্ষিক সম্মেলন। এ সময় যুবলীগ ও ছাত্রলীগের নেতা-কর্মীরা জেলা বিএনপির কার্যালয় ভাঙচুর করে বলে অভিযোগ করেন বিএনপির নেতারা। আজ রোববার সকাল ১১টায় শহরের মধ্য চাঁদকাঠি এলাকায় এ ঘটনা ঘটে। 

বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটি সাংগঠনিক সম্পাদক বিলকিস জাহান শিরিন ও জেলা বিএনপির সদস্যসচিব অ্যাডভোকেট শাহাদাত হোসেন অভিযোগ করে জানান, সদর উপজেলা বিএনপির দ্বিবার্ষিক সম্মেলন সকাল ১১টায় জেলা বিএনপির কার্যালয়ে অনুষ্ঠিত হওয়ার কথা ছিল। সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সাংগঠনিক সম্পাদক ও সাবেক সংসদ সদস্য বিলকিস জাহান শিরিন। পুলিশ গিয়ে উপস্থিত নেতা-কর্মীদের ছত্রভঙ্গ করে দেয়। খবর পেয়ে যুবলীগ ও ছাত্রলীগের নেতা-কর্মীরা সম্মেলনস্থলে গিয়ে জেলা বিএনপির কার্যালয় ভাঙচুর করে। এতে পণ্ড হয়ে যায় সদর উপজেলা বিএনপির দ্বিবার্ষিক সম্মেলন। 

ঝালকাঠি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খলিলুর রহমান জানান, সদর উপজেলা বিএনপি নেতৃবৃন্দকে সম্মেলন করার জন্য কোনো অনুমতি দেওয়া হয়নি। এর পরেও তাঁরা কার্যালয়ে আসলে পুলিশ তাঁদের সরিয়ে দেয়। কারা কার্যালয় ভাঙচুর করেছে, তা পুলিশের জানা নেই বলে জানান তিনি। 

ঝালকাঠি জেলা যুবলীগের আহ্বায়ক রেজাউল করিম জাকির জানান, বিএনপির অভ্যন্তরীণ কোন্দলের কারণে অফিস ভাঙচুর হতে পারে। যুবলীগ বা ছাত্রলীগের কোনো নেতা-কর্মী এ ঘটনায় জড়িত নয়। যুবলীগ ও ছাত্রলীগের নেতা-কর্মীরা আন্তর্জাতিক মাতৃভাষা ও জাতীয় শহীদ দিবসের কর্মসূচি নিয়ে ব্যস্ত।

‘আমার ওসমানকে আমি রেখেছিলাম দেশের জন্য’—বললেন হাদির বোন

‘বিড়িতে সুখটান দিয়ে দাঁড়িপাল্লার দাওয়াত...’, জামায়াতের ফয়জুলকে ইসির শোকজ

ঝালকাঠিতে বিদ্যুতায়িত হয়ে কলেজছাত্রের মৃত্যু

নলছিটিতে বিএনপির শোকসভার মঞ্চে হাতাহাতি

‘বিড়িতে সুখটান দিয়েও যদি কেউ দাঁড়িপাল্লার দাওয়াত দেয়.... তার পেছনের গুনাহ মাফ’

নলছিটিতে পাঁচ ইটভাটায় ১১ লাখ টাকা জরিমানা

রাজাপুরে খালেদা জিয়াকে নিয়ে কটূক্তির অভিযোগ, অধ্যক্ষের কক্ষে তালা দিল বিএনপির নেতা-কর্মীরা

কাঁঠালিয়ায় যুবকের ঝুলন্ত লাশ উদ্ধার

১৭০ টাকার জন্য চাচার হাতে ভাতিজি খুন

এনসিপির প্রার্থী ডা. মাহমুদা মিতুকে হত্যার হুমকি