হোম > সারা দেশ > ঝালকাঠি

নদীতে জিও ব্যাগ ফেলতে গিয়ে নিখোঁজ শ্রমিকের লাশ উদ্ধার

ঝালকাঠি প্রতিনিধি  

সুগন্ধা নদীর তীরে লাশ দেখতে মানুষের ভিড়। ছবি: আজকের পত্রিকা

ঝালকাঠির সুগন্ধা নদীতে ভাঙনরোধে জিও ব্যাগ ফেলতে গিয়ে নদীতে ডুবে মোছলেউদ্দিন মোল্লা (৪৫) নামের এক শ্রমিকের মৃত্যু হয়েছে। আজ রোববার (৪ মে) সকাল ১০টার দিকে ঝালকাঠি পুলিশ লাইনসের সামনে সুগন্ধা নদী থেকে তাঁর মরদেহ উদ্ধার করেন ফায়ার সার্ভিসের সদস্যরা।  

তিনি ভোলা লালমোহন উপজেলার ধলীগর নগর ইউনিয়নের পূর্ব চতলা এলাকার করিম মোল্লার ছেলে।

প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, সকালে কয়েকজন শ্রমিক নদীতে জিও ব্যাগ ফেলার কাজ করছিলেন। এ সময় ব্যাগ ফেলতে গিয়ে পা পিছলে মোছলেউদ্দিন নদীতে পড়ে নিখোঁজ হন। পরে ফায়ার সার্ভিসের ডুবরি দল এক ঘণ্টা সন্ধান চালিয়ে তাঁর মরদেহ উদ্ধার করে।

ঝালকাঠি ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের স্টেশন কর্মকর্তা সফিকুল ইসলাম আজকের পত্রিকাকে বলেন, ‘খবর পেয়ে আমরা সঙ্গে সঙ্গেই ঘটনাস্থলে ছুটে যাই। এখানে ডুবুরি টিম না থাকায় বরিশাল নৌ ফায়ার স্টেশন থেকে ডুবুরি সদস্যদের নিয়ে এসে উদ্ধারকার্য পরিচালনা করা হয়। ঘণ্টাখানেক পরে নদী থেকে নিখোঁজ ওই শ্রমিকের মরদেহ উদ্ধার করা হয়।’

ঝালকাঠি সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনিরুজ্জামান বলেন, মরদেহ উদ্ধারের পর ঝালকাঠি সদর হাসপাতালের মর্গে রাখা হয়েছে। স্বজনেরা ভোলা থেকে এলে পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।

ঝালকাঠিতে ট্রলির ধাক্কায় মোটরসাইকেল আরোহী নিহত

হাদিকে বলেছিলাম—‘র’ তোকে বাঁচতে দেবে না: বোন মাছুমা

হাদীর ওপর হামলার প্রতিবাদে ঝালকাঠিতে মহাসড়ক ব্লকেড

বাসা থেকে জিনিসপত্র চুরির সময় ধস্তাধস্তিকালে মা-মেয়েকে খুন করেন আয়েশা: পুলিশ

অবরুদ্ধ প্রধান শিক্ষিকা, উদ্ধার করল পুলিশ

পদ ফিরে পেলেন চাঁদাবাজির অভিযোগে বহিষ্কৃত যুবদল নেতা শামীম

স্কুলে আবারও সেই বিএনপি নেতার ধানের শীষ প্রতীকের প্রচারণা

দেশে নতুন ফ্যাসিস্টের উত্থান ঘটেছে: ফয়জুল করীম

নদী থেকে সবজি বিক্রেতার লাশ উদ্ধার

রাজাপুরে নিষিদ্ধঘোষিত ছাত্রলীগ নেতার ঘরে দুর্বৃত্তের আগুন