হোম > সারা দেশ > ঝালকাঠি

ঝালকাঠিতে অবৈধভাবে বালু উত্তোলন, জরিমানা করে ড্রেজার ছেড়ে দেওয়ার অভিযোগ

ঝালকাঠি প্রতিনিধি

ঝালকাঠির কাঠালিয়ায় নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলন করায় ড্রেজার মালিককে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। গতকাল সোমবার বিকেলে উপজেলার বিষখালী নদীতে অভিযান চালিয়ে মোবাইল কোর্ট পরিচালনা করে জরিমানা করেন, কাঠালিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) জহিরুল ইসলাম। এ সময় উপজেলা প্রশাসনের কর্মকর্তা ও থানা-পুলিশের সদস্যরাও উপস্থিত ছিলেন। 

স্থানীয়রা অভিযোগ করেন, নদী থেকে বালি উত্তোলনের সময় অভিযান পরিচালনা করে ড্রেজার মেশিন জব্দ করা হয়েছিল। কিন্তু পরবর্তীতে জরিমানা আদায় করে তা ছেড়ে দেওয়া হয়েছে। 

তবে এ বিষয়ে কাঠালিয়ার ইউএনও জহিরুল ইসলাম আজকের পত্রিকাকে বলেন, ‘আমাদের নিয়মিত অভিযানের অংশ হিসেবে নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলনরত অবস্থায় ড্রেজারের মালিক জাহিদুল ইসলামকে বালু উত্তোলন আইন, ২০১০-এর ধারা অনুযায়ী ৫০ হাজার টাকা জরিমানা করা হয়। আমাদের উপস্থিতি টের পেয়ে চালক ড্রেজারটি নিয়ে পালিয়ে যায়, যে কারণে তা জব্দ করা সম্ভব হয়নি। জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।’

‘আমার ওসমানকে আমি রেখেছিলাম দেশের জন্য’—বললেন হাদির বোন

‘বিড়িতে সুখটান দিয়ে দাঁড়িপাল্লার দাওয়াত...’, জামায়াতের ফয়জুলকে ইসির শোকজ

ঝালকাঠিতে বিদ্যুতায়িত হয়ে কলেজছাত্রের মৃত্যু

নলছিটিতে বিএনপির শোকসভার মঞ্চে হাতাহাতি

‘বিড়িতে সুখটান দিয়েও যদি কেউ দাঁড়িপাল্লার দাওয়াত দেয়.... তার পেছনের গুনাহ মাফ’

নলছিটিতে পাঁচ ইটভাটায় ১১ লাখ টাকা জরিমানা

রাজাপুরে খালেদা জিয়াকে নিয়ে কটূক্তির অভিযোগ, অধ্যক্ষের কক্ষে তালা দিল বিএনপির নেতা-কর্মীরা

কাঁঠালিয়ায় যুবকের ঝুলন্ত লাশ উদ্ধার

১৭০ টাকার জন্য চাচার হাতে ভাতিজি খুন

এনসিপির প্রার্থী ডা. মাহমুদা মিতুকে হত্যার হুমকি