হোম > সারা দেশ > ঝালকাঠি

রাজাপুরে নারীকে মারধর করে কবরস্থান দখলের অভিযোগ

ঝালকাঠি প্রতিনিধি

ঝালকাঠির রাজাপুরে মাকসুদা বেগম (৪০) নামের এক নারীকে মারধর করে পারিবারিক কবরস্থান দখল করার অভিযোগ উঠেছে স্থানীয় কয়েকজন প্রভাবশালীর বিরুদ্ধে। উপজেলার বাইপাস মোড় এলাকায় হাওলাদার বাড়িতে এই ঘটনা ঘটে। 

তবে, অভিযোগ ওঠা ব্যক্তিরা পারিবারিক কবরস্থান দখল ও মারধর করার বিষয়টি অস্বীকার করেছেন। 

আজ মঙ্গলবার দুপুরে মাকসুদা সাংবাদিকদের বলেন, ‘আমার শ্বশুর মৃত মোকসেদ আলী শরিফের জমিতে পরিবার নিয়ে বসবাস করে আসছি। গতকাল সোমবার সকালে রাজাপুর সদর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান আনোয়ার হোসেন মৃধা মজিবর ও আওয়ামী লীগ নেতা মজিবুর রহমান মৃধা, আসলাম খলিফা, নজরুল খলিফা লোকজন নিয়ে আমাদের জমি দখলে নিয়ে পিলার পুতে কাঁটাতারের বেড়া দিয়েছে। এ ছাড়া প্রতিপক্ষরা আমাদের দেড় শ বছরের পুরোনো পারিবারিক কবরস্থানে টিনশেডের ঘর তুলছেন। তাঁদের বাধা দিতে গেলে আমাকে শারীরিকভাবে নির্যাতন করা হয়।’ 

ওই ঘটনায় থানায় গিয়ে অভিযোগ দিলেও পুলিশ বিষয়টি আমলে নেয়নি বলে অভিযোগ মাকসুদার। তিনি জানান, তাঁর দেবর শহিদুল ইসলাম বাদী হয়ে ঝালকাঠি সহকারী জজ আদালতে মামলা করলে আদালত ওই জমিতে অস্থায়ী নিষেধাজ্ঞা জারি করে নোটিশ দেন, প্রতিপক্ষের লোকজন তা না মেনে প্রভাব খাঁটিয়ে ঘর তৈরির কাজ চালিয়ে যাচ্ছেন। 

এদিকে অভিযোগ অস্বীকার করে রাজাপুর সদর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান আনোয়ার হোসেন মৃধা মজিবর ও আওয়ামী লীগ নেতা মজিবুর রহমান মৃধা সাংবাদিকদের বলেন, ‘দলিলমূলে কেনা জমির দখল বুঝে নিয়ে কাজ করা হচ্ছে। আমরা আদালতের কোনো নোটিশ পাইনি এবং কাউকে মারধরও করিনি।’ 

রাজাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) পুলক চন্দ্র রায় জানান, ওই ঘটনায় থানায় কোনো লিখিত অভিযোগ দেওয়া হয়নি। অভিযোগ পেলে তিনি ব্যবস্থা নেবেন।

‘আমার ওসমানকে আমি রেখেছিলাম দেশের জন্য’—বললেন হাদির বোন

‘বিড়িতে সুখটান দিয়ে দাঁড়িপাল্লার দাওয়াত...’, জামায়াতের ফয়জুলকে ইসির শোকজ

ঝালকাঠিতে বিদ্যুতায়িত হয়ে কলেজছাত্রের মৃত্যু

নলছিটিতে বিএনপির শোকসভার মঞ্চে হাতাহাতি

‘বিড়িতে সুখটান দিয়েও যদি কেউ দাঁড়িপাল্লার দাওয়াত দেয়.... তার পেছনের গুনাহ মাফ’

নলছিটিতে পাঁচ ইটভাটায় ১১ লাখ টাকা জরিমানা

রাজাপুরে খালেদা জিয়াকে নিয়ে কটূক্তির অভিযোগ, অধ্যক্ষের কক্ষে তালা দিল বিএনপির নেতা-কর্মীরা

কাঁঠালিয়ায় যুবকের ঝুলন্ত লাশ উদ্ধার

১৭০ টাকার জন্য চাচার হাতে ভাতিজি খুন

এনসিপির প্রার্থী ডা. মাহমুদা মিতুকে হত্যার হুমকি