হোম > সারা দেশ > ঝালকাঠি

ঝালকাঠিতে আদালতে নিজ শরীরে আগুন দিয়ে নারীর আত্মহত্যার চেষ্টা

ঝালকাঠি প্রতিনিধি  

প্রতীকী ছবি

ঝালকাঠিতে আদালতে মামলার বাদী আত্মহত্যার উদ্দেশ্যে গায়ে কেরোসিন ঢেলে আগুন লাগানোর চেষ্টা করেছেন। পরে সেখানে থাকা পুলিশ সদস্যরা তাৎক্ষণিকভাবে পরিস্থিতি নিয়ন্ত্রণে এনে তাঁকে রক্ষা করেন।

আজ রোববার (২৫ মে) দুপুরে ঝালকাঠি চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের আওতাধীন নলছিটি আদালতে এ ঘটনা ঘটে।

আদালত সূত্রে জানা গেছে, গত ১৭ মার্চ নলছিটি উপজেলার তিমিরকাঠি এলাকার আল-আমিন হাওলাদার (৩২) ও তাঁর পরিবারের সদস্যদের বিরুদ্ধে যৌতুকের দাবিতে মারধর করার অভিযোগে নারী ও শিশু নির্যাতন দমন আইনে নলছিটি থানায় একটি মামলা করেন আল-আমিনের স্ত্রী।

ওই মামলায় আজ তাঁর জামিন শুনানির দিন ধার্য ছিল।

স্বামীর বিরুদ্ধে মামলার ফলে স্বামী তাঁকে আর গ্রহণ করবেন না জানানোর পরেই তিনি গায়ে কেরোসিন ঢেলে আগুন লাগানোর চেষ্টা করেন। বর্তমানে ওই নারী পুলিশ হেফাজতে রয়েছেন। আদালতের নির্দেশ মোতাবেক পরবর্তী কার্যক্রম নেওয়া হবে।

বিষয়টি নিশ্চিত করে ওই গৃহবধূর আইনজীবী অ্যাডভোকেট হোসেন আকন খোকন আজকের পত্রিকাকে বলেন, ওই গৃহবধূ তাঁর স্বামীর বিরুদ্ধে মামলা করেছিলেন। এরপর তাঁর স্বামী তাঁকে নিয়ে সংসার করতে না চাওয়ায় গায়ে কেরোসিন ঢেলে আগুন দিয়ে আত্মহত্যার চেষ্টা করেন।

‘আমার ওসমানকে আমি রেখেছিলাম দেশের জন্য’—বললেন হাদির বোন

‘বিড়িতে সুখটান দিয়ে দাঁড়িপাল্লার দাওয়াত...’, জামায়াতের ফয়জুলকে ইসির শোকজ

ঝালকাঠিতে বিদ্যুতায়িত হয়ে কলেজছাত্রের মৃত্যু

নলছিটিতে বিএনপির শোকসভার মঞ্চে হাতাহাতি

‘বিড়িতে সুখটান দিয়েও যদি কেউ দাঁড়িপাল্লার দাওয়াত দেয়.... তার পেছনের গুনাহ মাফ’

নলছিটিতে পাঁচ ইটভাটায় ১১ লাখ টাকা জরিমানা

রাজাপুরে খালেদা জিয়াকে নিয়ে কটূক্তির অভিযোগ, অধ্যক্ষের কক্ষে তালা দিল বিএনপির নেতা-কর্মীরা

কাঁঠালিয়ায় যুবকের ঝুলন্ত লাশ উদ্ধার

১৭০ টাকার জন্য চাচার হাতে ভাতিজি খুন

এনসিপির প্রার্থী ডা. মাহমুদা মিতুকে হত্যার হুমকি