হোম > সারা দেশ > ঝালকাঠি

দগ্ধ শিশুর মৃত্যু

ঢামেক প্রতিবেদক

ঝালকাঠির লঞ্চ দুর্ঘটনায় দগ্ধ এক শিশুর মৃত্যু হয়েছে। রোববার সন্ধ্যা ৬টার দিকে শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় শিশুটি মারা যায়। শিশুটির নাম তামিম হাসান (৮)।

বার্ন ইনস্টিটিউটের জরুরি বিভাগের আবাসিক সার্জন ডা. এসএম আইউব হোসেন মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।

ডা. এসএম আইউব হোসেন জানান, শিশুটির শরীরের ৩০ শতাংশ দগ্ধ হয়েছিল। তার শ্বাসনালি পুড়ে গিয়েছিল। প্রথম থেকেই তাকে আইসিইউতে রাখা হয়। অবস্থার অবনতি হলে পরবর্তীতে লাইফ সাপোর্টে নেওয়া হয়। সেখানেই চিকিৎসাধীন অবস্থায় আজ সন্ধ্যায় তার মৃত্যু হয়। ঝালকাঠির লঞ্চ দুর্ঘটনায় আরও একজনকে আইসিইউতে রাখা হয়েছে। আর সব মিলিয়ে ভর্তি রয়েছে ১৩ জন।

তামিমের পরিবার সূত্রে জানা গেছে, তামিম তার মা বাবার সঙ্গে বরগুনায় থাকত। তার নানার বাড়ি ঢাকার কেরানীগঞ্জে। লঞ্চ দুর্ঘটনার ১০-১২ দিন আগে মা জিয়াসমিনের (২৮) সঙ্গে নানার বাড়িতে এসেছিল তামিম ও তামিমের বোন মাহিনুর (৬)। ঢাকা থেকে বরগুনায় ফেরার পথে দুর্ঘটনার শিকার হয় তারা। প্রথমে দগ্ধ অবস্থায় তাদের বরিশাল মেডিকেলে নিয়ে যাওয়া হয়েছিল। সেখান থেকে তাদের ৩ জনকে ঢাকায় নিয়ে আসার পথে মাওয়া ঘাটে তামিমের বোন মাহিনুরের মৃত্যু হয়।

উল্লেখ্য, এর আগে গত বুধবার সন্ধ্যায় আইসিইউতে মৃত্যু হয় শাহিনুর খাতুন স্বপ্না (৪০) নামে এক নারীর। আর ঘটনার পরদিন রাতে চিকিৎসাধীন অবস্থায় মারা যায় হাবিব খান (৪৫) নামে এক একজন।    

‘আমার ওসমানকে আমি রেখেছিলাম দেশের জন্য’—বললেন হাদির বোন

‘বিড়িতে সুখটান দিয়ে দাঁড়িপাল্লার দাওয়াত...’, জামায়াতের ফয়জুলকে ইসির শোকজ

ঝালকাঠিতে বিদ্যুতায়িত হয়ে কলেজছাত্রের মৃত্যু

নলছিটিতে বিএনপির শোকসভার মঞ্চে হাতাহাতি

‘বিড়িতে সুখটান দিয়েও যদি কেউ দাঁড়িপাল্লার দাওয়াত দেয়.... তার পেছনের গুনাহ মাফ’

নলছিটিতে পাঁচ ইটভাটায় ১১ লাখ টাকা জরিমানা

রাজাপুরে খালেদা জিয়াকে নিয়ে কটূক্তির অভিযোগ, অধ্যক্ষের কক্ষে তালা দিল বিএনপির নেতা-কর্মীরা

কাঁঠালিয়ায় যুবকের ঝুলন্ত লাশ উদ্ধার

১৭০ টাকার জন্য চাচার হাতে ভাতিজি খুন

এনসিপির প্রার্থী ডা. মাহমুদা মিতুকে হত্যার হুমকি