হোম > সারা দেশ > ঝালকাঠি

রাজাপুরে তালাবদ্ধ ঘর থেকে যুবকের লাশ উদ্ধার

ঝালকাঠি প্রতিনিধি

ঝালকাঠির রাজাপুরে তালাবদ্ধ ঘর থেকে পলাশ খন্দকার (৩৫) নামের এক যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ। গতকাল সোমবার রাতে উপজেলার মঠবাড়ি ইউনিয়নের বাঁশতলা এলাকায় এই ঘটনা ঘটে। 

পলাশ মঠবাড়ি ইউনিয়নের বাঁশতলা এলাকার মো. আবুল খন্দকারের ছেলে। গতকাল রাতেই পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন করেন। 

লাশ উদ্ধারের বিষয়টি নিশ্চিত করেছেন রাজাপুর থানার পরিদর্শক (তদন্ত) মো. ফিরোজ কামাল। তিনি বলেন, ‘এই ঘটনায় অপমৃত্যুর মামলা হয়েছে। মৃত্যুর সঠিক কারণ জানতে আজ মঙ্গলবার সকালে লাশ ময়নাতদন্তের জন্য ঝালকাঠি সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।’ 

পুলিশ ও স্থানীয় লোকজন জানান, মাদকসেবন করায় পরিবারের সঙ্গে পলাশের সম্পর্কের অবনতি হয়। পাঁচ দিন আগে তাঁর স্ত্রী সাথী আক্তার দুই মেয়ে তামান্না (১০) ও আফসানাকে (৫) নিয়ে বাবার বাড়িতে চলে যান। এরপর থেকে পলাশ নিজের বাড়িতে একাই ছিলেন। পেছনের দরজা দিয়ে ঢুকে ঘরে বসে মাদকসেবন করায় সব সময় সামনের দরজায় তালা লাগানো থাকত। 

গতকাল সোমবার রাতে বিদ্যুৎ চলে গেলে গরমে বাড়ির লোকজন উঠানে আসে। এ সময় পলাশের ঘরে আলো না দেখে জানালা দিয়ে টর্চলাইটের আলো ফেলে তাঁকে গলায় ফাঁস লাগানো অবস্থায় খাটে পড়ে থাকতে দেখেন বাড়ির লোকজন। খবর পেয়ে পুলিশ ওই রাতেই ঘরের তালা ভেঙে তাঁর লাশ উদ্ধার করে। খাটের ওপর লাশ পড়ে থাকায় পলাশের মৃত্যু নিয়ে স্থানীয়দের মধ্যে রহস্যের সৃষ্টি হয়। পলাশের ঘর থেকে মাদক সেবনের আলামত উদ্ধার করেছে বলে জানায় পুলিশ।

‘বিড়িতে সুখটান দিয়ে দাঁড়িপাল্লার দাওয়াত...’, জামায়াতের ফয়জুলকে ইসির শোকজ

ঝালকাঠিতে বিদ্যুতায়িত হয়ে কলেজছাত্রের মৃত্যু

নলছিটিতে বিএনপির শোকসভার মঞ্চে হাতাহাতি

‘বিড়িতে সুখটান দিয়েও যদি কেউ দাঁড়িপাল্লার দাওয়াত দেয়.... তার পেছনের গুনাহ মাফ’

নলছিটিতে পাঁচ ইটভাটায় ১১ লাখ টাকা জরিমানা

রাজাপুরে খালেদা জিয়াকে নিয়ে কটূক্তির অভিযোগ, অধ্যক্ষের কক্ষে তালা দিল বিএনপির নেতা-কর্মীরা

কাঁঠালিয়ায় যুবকের ঝুলন্ত লাশ উদ্ধার

১৭০ টাকার জন্য চাচার হাতে ভাতিজি খুন

এনসিপির প্রার্থী ডা. মাহমুদা মিতুকে হত্যার হুমকি

লঞ্চ দুর্ঘটনা: তারেক রহমানের গণসংবর্ধনা থেকে ফিরছিলেন যাত্রীরা