হোম > সারা দেশ > ঝালকাঠি

মোটরসাইকেল নিয়ে ঘুরতে বের হয়ে ২ বন্ধুর মৃত্যু

ঝালকাঠি প্রতিনিধি

ঝালকাঠির নলছিটিতে ঈদের আগেরদিন রাতে তিন বন্ধু ঘুরতে বের হয়ে মোটরসাইকেল ও থ্রি-হুইলারের সঙ্গে সংঘর্ষে ২ জন নিহত হয়েছে। গতকাল মঙ্গলবার রাত ১২টার দিকে এ দুর্ঘটনা ঘটে। এ সময় আরেক বন্ধু মো. সুমন আহত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। 

নিহতরা হলেন, বরিশাল নগরীর ২৯ নম্বর ওয়ার্ডের শাহপরান সড়কের নিরব মৃধা ও লিমন হাওলাদার। 

প্রত্যক্ষদর্শীরা বলেন, গতকাল রাত ১২টার দিকে নিরব তার মোটরসাইকেলে দুই বন্ধু লিমন ও সুমনকে নিয়ে বরিশালের দিকে আসছিলেন। পথিমধ্যে বরিশাল-পটুয়াখালী মহাসড়কে নলছিটির দপদপিয়া ইউনিয়নের কাঠেরঘর এলাকায় বরিশাল থেকে যাত্রী নিয়ে যাওয়া বেপরোয়া গতির থ্রি-হুইলারের সঙ্গে মোটরসাইকেলটির সংঘর্ষ হয়। ঘটনাস্থলেই নিহত হয় নিরব। পরে আহত দুজনকে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। 

বরিশাল শেবাচিম হাসপাতালের ওয়ার্ড মাস্টার আবুল কালাম বলেন, হাসপাতালে আনার ১৫ মিনিটের মধ্যে লিমন মারা যায়। সুমন বর্তমানে এখানে চিকিৎসাধীন রয়েছে। 

নলছিটি থানা-পুলিশের অফিসার ইনচার্জ (ওসি) আতাউর রহমান এ তথ্য নিশ্চিত করে বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। কিন্তু এর আগেই দুজন মারা গেছে। অপর আহত যুবককে উদ্ধার করে বরিশালে নেওয়া হয়েছে। তবে এখনো এ বিষয়ে কোনো অভিযোগ পাওয়া যায়নি। 

‘আমার ওসমানকে আমি রেখেছিলাম দেশের জন্য’—বললেন হাদির বোন

‘বিড়িতে সুখটান দিয়ে দাঁড়িপাল্লার দাওয়াত...’, জামায়াতের ফয়জুলকে ইসির শোকজ

ঝালকাঠিতে বিদ্যুতায়িত হয়ে কলেজছাত্রের মৃত্যু

নলছিটিতে বিএনপির শোকসভার মঞ্চে হাতাহাতি

‘বিড়িতে সুখটান দিয়েও যদি কেউ দাঁড়িপাল্লার দাওয়াত দেয়.... তার পেছনের গুনাহ মাফ’

নলছিটিতে পাঁচ ইটভাটায় ১১ লাখ টাকা জরিমানা

রাজাপুরে খালেদা জিয়াকে নিয়ে কটূক্তির অভিযোগ, অধ্যক্ষের কক্ষে তালা দিল বিএনপির নেতা-কর্মীরা

কাঁঠালিয়ায় যুবকের ঝুলন্ত লাশ উদ্ধার

১৭০ টাকার জন্য চাচার হাতে ভাতিজি খুন

এনসিপির প্রার্থী ডা. মাহমুদা মিতুকে হত্যার হুমকি