ঝালকাঠিতে গতকাল মধ্য রাত থেকে বইছে দমকা হাওয়া। হয়েছে মাঝারি ও ভারী বৃষ্টিপাত। আজ সোমবার ভোর থেকে জেলা শহরে বন্ধ রয়েছে বিদ্যুৎ সরবরাহ এবং এতে বিঘ্নিত হচ্ছে ইন্টারনেট সংযোগ। বৈরী আবহাওয়ার কারণে সকাল থেকে জনজীবন কিছুটা বিপর্যস্ত। এখন পর্যন্ত বড় কোনো ক্ষয়-ক্ষতির কোনো খবর পাওয়া যায়নি, তবে কিছু গাছপালার ক্ষতি হয়েছে।
এদিকে পূর্ব-মধ্য বঙ্গোপসাগর ও পশ্চিম-মধ্য বঙ্গোপসাগর এলাকায় অবস্থানরত ঘূর্ণিঝড় সিত্রাংয়ের কারণে মোংলা ও পায়রা সমুদ্রবন্দরকে ৭ নম্বর বিপদ সংকেত দেখাতে বলা হয়েছে। চট্টগ্রাম ও কক্সবাজার সমুদ্রবন্দরকে ৬ নম্বর বিপদ সংকেত দেখাতে বলা হয়েছে। সকালে আবহাওয়া অধিদপ্তরের বিশেষ বিজ্ঞপ্তিতে (ক্রমিক নম্বর ৮) এই তথ্য জানানো হয়েছে।