হোম > সারা দেশ > ঝালকাঠি

ঝালকাঠিতে ফুটবল খেলতে গিয়ে বুকে বল লেগে কিশোর নিহত

ঝালকাঠি প্রতিনিধি

ঝালকাঠিতে ফুটবল খেলতে গিয়ে বুকে বল লেগে এক কিশোর অসুস্থ হয়ে পড়ে। পরে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শিশুটি মারা গেছে। আজ শনিবার সকালে নলছিটি উপজেলার কুশঙ্গল ইউনিয়নে এ ঘটনা ঘটে। 

জানা গেছে, জেলার নলছিটি উপজেলার কুশঙ্গল ইউনিয়নের বাসিন্দা আব্বাস আলী হাওলাদারের ছেলে নাজমুল হাওলাদার (১৩) আজ সকালে রোদের মধ্যে স্থানীয় ফুটবল মাঠে খেলতে নামে। এ সময় বুকে বল লেগে সে অসুস্থ হয়ে পড়ে। এ সময় অন্য খেলোয়াড় ও স্থানীয়রা তাকে নলছিটি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়। 

পরে কর্তব্যরত চিকিৎসক তাকে উন্নত চিকিৎসার জন্য বরিশাল শেবাচিমে পাঠালে দুপুরে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। নিহত নাজমুল হাওলাদারের পিতা আব্বাস আলী হাওলাদার কুশঙ্গল ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের বাসিন্দা। সে পেশায় একজন রাজমিস্ত্রির সহকারী। 

ওই এলাকার বাসিন্দা তুহিন মিত্র জানান, নিহত নাজমুল হাওলাদার ছোটবেলা থেকেই শারীরিকভাবে অসুস্থ ছিলেন। পরিবারের আর্থিক অবস্থা ভালো না হওয়ায় সুচিকিৎসা পাননি। 

নলছিটি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (তদন্ত) রমনি কুমার মিস্ত্রি বলেন, ‘এ বিষয়ে আমাদের কেউ এখনো কিছু জানায়নি। জানালে পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।’

ঝালকাঠিতে ট্রলির ধাক্কায় মোটরসাইকেল আরোহী নিহত

হাদিকে বলেছিলাম—‘র’ তোকে বাঁচতে দেবে না: বোন মাছুমা

হাদীর ওপর হামলার প্রতিবাদে ঝালকাঠিতে মহাসড়ক ব্লকেড

বাসা থেকে জিনিসপত্র চুরির সময় ধস্তাধস্তিকালে মা-মেয়েকে খুন করেন আয়েশা: পুলিশ

অবরুদ্ধ প্রধান শিক্ষিকা, উদ্ধার করল পুলিশ

পদ ফিরে পেলেন চাঁদাবাজির অভিযোগে বহিষ্কৃত যুবদল নেতা শামীম

স্কুলে আবারও সেই বিএনপি নেতার ধানের শীষ প্রতীকের প্রচারণা

দেশে নতুন ফ্যাসিস্টের উত্থান ঘটেছে: ফয়জুল করীম

নদী থেকে সবজি বিক্রেতার লাশ উদ্ধার

রাজাপুরে নিষিদ্ধঘোষিত ছাত্রলীগ নেতার ঘরে দুর্বৃত্তের আগুন