হোম > সারা দেশ > ঝালকাঠি

স্বামীর পরীক্ষায় প্রক্সি দিয়ে স্ত্রী কারাগারে

ঝালকাঠি প্রতিনিধি

ঝালকাঠিতে স্বামীর পরীক্ষায় প্রক্সি দেওয়ার দায়ে স্ত্রীকে এক বছরের কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। গতকাল বুধবার সন্ধ্যায় ঝালকাঠি জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও নেজারত ডেপুটি কালেক্টর (এনডিসি) বশির গাজী ভ্রাম্যমাণ আদালত বসিয়ে এই দণ্ডাদেশ দেন।

দণ্ডপ্রাপ্ত স্ত্রীর নাম মারিয়া রহমান। তিনি বরিশাল সরকারি মহিলা কলেজের ছাত্রী। অন্যদিকে স্বামী মতিয়ার রহমান অনার্স দ্বিতীয় বর্ষের ইংরেজি বিভাগের শিক্ষার্থী। 

আদালতের বিচারক মো. বশির গাজী জানান, ঝালকাঠি সরকারি কলেজের ছাত্র মতিয়ার রহমানের অনার্স দ্বিতীয় বর্ষের ইংরেজি পরীক্ষা ছিল গতকাল। তাঁর পরীক্ষার কেন্দ্র পড়ে ঝালকাঠি সরকারি মহিলা কলেজে। কিন্তু তাঁর পরিবর্তে স্ত্রী মারিয়া রহমান প্রক্সি দিয়ে পরীক্ষায় অংশ নেন। বিষয়টি পরীক্ষাকক্ষ পরিদর্শকের কাছে ধরা পড়লে প্রশাসনকে অবহিত করেন। পরে তাঁকে আটক করে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে এক বছরের কারাদণ্ড দেওয়া হয়েছে। পাশাপাশি পরীক্ষার্থী মতিউর রহমানকে বহিষ্কার করা হয়েছে। এ ব্যাপারে জাতীয় বিশ্ববিদ্যালয়ে একটি প্রতিবেদন পাঠানো হবে। দণ্ডপ্রাপ্ত ছাত্রীকে কারাগারে পাঠানো হয়েছে।

‘আমার ওসমানকে আমি রেখেছিলাম দেশের জন্য’—বললেন হাদির বোন

‘বিড়িতে সুখটান দিয়ে দাঁড়িপাল্লার দাওয়াত...’, জামায়াতের ফয়জুলকে ইসির শোকজ

ঝালকাঠিতে বিদ্যুতায়িত হয়ে কলেজছাত্রের মৃত্যু

নলছিটিতে বিএনপির শোকসভার মঞ্চে হাতাহাতি

‘বিড়িতে সুখটান দিয়েও যদি কেউ দাঁড়িপাল্লার দাওয়াত দেয়.... তার পেছনের গুনাহ মাফ’

নলছিটিতে পাঁচ ইটভাটায় ১১ লাখ টাকা জরিমানা

রাজাপুরে খালেদা জিয়াকে নিয়ে কটূক্তির অভিযোগ, অধ্যক্ষের কক্ষে তালা দিল বিএনপির নেতা-কর্মীরা

কাঁঠালিয়ায় যুবকের ঝুলন্ত লাশ উদ্ধার

১৭০ টাকার জন্য চাচার হাতে ভাতিজি খুন

এনসিপির প্রার্থী ডা. মাহমুদা মিতুকে হত্যার হুমকি