হোম > সারা দেশ > ঝালকাঠি

গোসল করতে গিয়ে নিখোঁজ সাবেক ইউপি চেয়ারম্যান, পুকুরে মিলল মরদেহ

কাঠালিয়া (ঝালকাঠি) প্রতিনিধি

বাড়ির সামনের পুকুরে গোসলের উদ্দেশে বের হয়েছিলেন ঝালকাঠির কাঠালিয়া উপজেলার চেঁচরী রামপুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান আব্দুল রব গাজী (৮৫)। কিন্তু এরপর তিনি সেখান থেকে আর জীবিত ফেরেননি। ফায়ার সার্ভিসের ডুবুরি দল এক ঘণ্টা চেষ্টার পর বিকেল সাড়ে ৫টায় তাঁর মরদেহ পুকুর থেকে উদ্ধার করে। 

আজ মঙ্গলবার দুপুরে উপজেলার চেঁচরী রামপুর ইউনিয়নের দক্ষিণ চেঁচরী গ্রামে এ ঘটনা ঘটে। আব্দুল রব গাজী স্থানীয় বানাই রাবেয়া মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ছিলেন। তাঁর স্ত্রী, এক ছেলে ও তিন মেয়ে রয়েছে। 

নিহতের পরিবার ও স্থানীয়রা জানান, মঙ্গলবার দুপুরে বাড়ির সামনের পুকুরে গোসলের উদ্দেশে ঘর থেকে বের হন আব্দুল রব গাজী। অনেক সময় ধরে ঘরে ফিরে না আসায় পরিবারের লোকজন পুকুর পাড়ে গিয়ে তাঁর জুতা ও গামছা দেখতে পায়। পরে স্থানীয়রা পুকুরে অনেক খোঁজাখুঁজির পরও তাঁর কোনো সন্ধান না পেয়ে ফায়ার সার্ভিসের ডুবুরি দল এসে এক ঘণ্টা চেষ্টার পর বিকেল সাড়ে ৫টায় তাঁর মরদেহ পুকুর থেকে উদ্ধার করে। 

চেঁচরী রামপুর ইউপি চেয়ারম্যান মো. হারুন অর রশীদ বলেন, সাবেক চেয়ারম্যান আব্দুল রব গাজী প্রতিদিনের মতো নিজ বাড়ির সামনে বড় পুকুরে গোসল করতে গিয়ে নিখোঁজ হয়। প্রথমে স্থানীয়রা উদ্ধারের চেষ্টা করে ব্যর্থ হয়। পরে ফায়ার সার্ভিসের ডুবুরি দল এসে ঘণ্টাখানেক চেষ্টার পর আব্দুল রব গাজীর মরদেহ পুকুর থেকে উদ্ধার করে।

‘আমার ওসমানকে আমি রেখেছিলাম দেশের জন্য’—বললেন হাদির বোন

‘বিড়িতে সুখটান দিয়ে দাঁড়িপাল্লার দাওয়াত...’, জামায়াতের ফয়জুলকে ইসির শোকজ

ঝালকাঠিতে বিদ্যুতায়িত হয়ে কলেজছাত্রের মৃত্যু

নলছিটিতে বিএনপির শোকসভার মঞ্চে হাতাহাতি

‘বিড়িতে সুখটান দিয়েও যদি কেউ দাঁড়িপাল্লার দাওয়াত দেয়.... তার পেছনের গুনাহ মাফ’

নলছিটিতে পাঁচ ইটভাটায় ১১ লাখ টাকা জরিমানা

রাজাপুরে খালেদা জিয়াকে নিয়ে কটূক্তির অভিযোগ, অধ্যক্ষের কক্ষে তালা দিল বিএনপির নেতা-কর্মীরা

কাঁঠালিয়ায় যুবকের ঝুলন্ত লাশ উদ্ধার

১৭০ টাকার জন্য চাচার হাতে ভাতিজি খুন

এনসিপির প্রার্থী ডা. মাহমুদা মিতুকে হত্যার হুমকি