হোম > সারা দেশ > ঝালকাঠি

নলছিটিতে নারী মাদক কারবারি গ্রেপ্তার

ঝালকাঠি প্রতিনিধি  

সাথী আক্তার। ছবি: সংগৃহীত

ঝালকাঠির নলছিটিতে অভিযান চালিয়ে ইয়াবা, গাঁজাসহ এক নারী মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল শনিবার (২ আগস্ট) রাতে পৌর শহরের ফেরিঘাট-সংলগ্ন এলাকায় এই অভিযান চালানো হয়।

গ্রেপ্তার হওয়া নারীর নাম সাথী আক্তার (৩২)। তিনি ফেরিঘাট এলাকার বাসিন্দা মনির হোসেনের স্ত্রী এবং তাঁর বসতঘর থেকে মাদকদ্রব্য উদ্ধার করা হয়।

পুলিশ সূত্রে জানা গেছে, নলছিটি থানার এসআই এল এম আতাউর রহমানের নেতৃত্বে পুলিশের একটি দল এই অভিযান চালায়। এ সময় সাথী আক্তারের পরিহিত পাজামার ডান পাশের কোচর থেকে একটি সিলযুক্ত জিপার ব্যাগে রাখা ৩০৫টি ইয়াবা উদ্ধার করা হয়। এ ছাড়া ঘরের বারান্দা থেকে আরও ১৫০ গ্রাম গাঁজা জব্দ করা হয়।

অভিযানকালে উপস্থিত সাক্ষীদের সামনে আলামত ওজন করে জব্দ করা হয়।

এ বিষয়ে নলছিটি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুস ছালাম আজকের পত্রিকাকে বলেন, গ্রেপ্তার সাথী আক্তারের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা করা হয়েছে এবং তাঁকে আদালতে সোপর্দ করা হয়েছে।

‘আমার ওসমানকে আমি রেখেছিলাম দেশের জন্য’—বললেন হাদির বোন

‘বিড়িতে সুখটান দিয়ে দাঁড়িপাল্লার দাওয়াত...’, জামায়াতের ফয়জুলকে ইসির শোকজ

ঝালকাঠিতে বিদ্যুতায়িত হয়ে কলেজছাত্রের মৃত্যু

নলছিটিতে বিএনপির শোকসভার মঞ্চে হাতাহাতি

‘বিড়িতে সুখটান দিয়েও যদি কেউ দাঁড়িপাল্লার দাওয়াত দেয়.... তার পেছনের গুনাহ মাফ’

নলছিটিতে পাঁচ ইটভাটায় ১১ লাখ টাকা জরিমানা

রাজাপুরে খালেদা জিয়াকে নিয়ে কটূক্তির অভিযোগ, অধ্যক্ষের কক্ষে তালা দিল বিএনপির নেতা-কর্মীরা

কাঁঠালিয়ায় যুবকের ঝুলন্ত লাশ উদ্ধার

১৭০ টাকার জন্য চাচার হাতে ভাতিজি খুন

এনসিপির প্রার্থী ডা. মাহমুদা মিতুকে হত্যার হুমকি