হোম > সারা দেশ > ঝালকাঠি

ঝালকাঠিতে কারফিউ ভঙ্গ করে শিক্ষার্থীদের বিক্ষোভ

ঝালকাঠি প্রতিনিধি

ঝালকাঠিতে কারফিউ ভঙ্গ করে বিক্ষোভ করেছেন সাধারণ শিক্ষার্থীরা। আজ সোমবার সকাল ১০টা থেকে ঝালকাঠি সরকারি উচ্চ বালক বিদ্যালয়ের সামনে জড়ো হতে শুরু করে বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরা। এরপর তাঁরা একত্রিত হয়ে সেখানে অবস্থান নিয়ে বিক্ষোভ শুরু করের। পরবর্তীতে তাঁরা বিক্ষোভ মিছিল নিয়ে শহরের ফায়ার সার্ভিস মোড়ে অবস্থান নেন। এ সময় শহরের কোথাও সরকার দলীয় লোকদের দেখা যায়নি। 

ফায়ার সার্ভিস মোড়ে অসংখ্য পুলিশ সদস্য মোতায়েন থাকলেও শিক্ষার্থীদের উপস্থিতি দেখে তাঁরা নিরাপদ স্থানে অবস্থান নেন। 

দুপুর পৌনে ২টায় অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মুহিতুল ইসলাম, সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শহিদুল ইসলামসহ থানা-পুলিশ ও সেনা সদস্যরা এসে কোথায় কোনো অগ্নিসংযোগ না করে শিক্ষার্থীদের শান্ত থাকতে বলেন। এ সময় তাঁদের পক্ষ থেকে আরও জানানো হয় দুপুর ৩টার সেনাপ্রধান ভাষণ দেবেন। সেই পর্যন্ত ধৈর্য ধরার অনুরোধ জানানো হয়। 

শিক্ষার্থীদের পক্ষ থেকে জানানো হয় যতক্ষণ পর্যন্ত তাঁদের দাবি আদায় না হবে ততক্ষণ পর্যন্ত তারাই আন্দোলন চালিয়ে যাবে। 

ঝালকাঠি সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শহিদুল ইসলাম আজকের পত্রিকাকে বলেন, ‘আজ সকাল থেকে শিক্ষার্থীরা আন্দোলন করছে। এখন পর্যন্ত শহরের কোথাও কোনো অপ্রীতিকর ঘটনা ঘটেনি। জেলা সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।’

‘আমার ওসমানকে আমি রেখেছিলাম দেশের জন্য’—বললেন হাদির বোন

‘বিড়িতে সুখটান দিয়ে দাঁড়িপাল্লার দাওয়াত...’, জামায়াতের ফয়জুলকে ইসির শোকজ

ঝালকাঠিতে বিদ্যুতায়িত হয়ে কলেজছাত্রের মৃত্যু

নলছিটিতে বিএনপির শোকসভার মঞ্চে হাতাহাতি

‘বিড়িতে সুখটান দিয়েও যদি কেউ দাঁড়িপাল্লার দাওয়াত দেয়.... তার পেছনের গুনাহ মাফ’

নলছিটিতে পাঁচ ইটভাটায় ১১ লাখ টাকা জরিমানা

রাজাপুরে খালেদা জিয়াকে নিয়ে কটূক্তির অভিযোগ, অধ্যক্ষের কক্ষে তালা দিল বিএনপির নেতা-কর্মীরা

কাঁঠালিয়ায় যুবকের ঝুলন্ত লাশ উদ্ধার

১৭০ টাকার জন্য চাচার হাতে ভাতিজি খুন

এনসিপির প্রার্থী ডা. মাহমুদা মিতুকে হত্যার হুমকি