ঝালকাঠি প্রতিনিধি
ঝালকাঠির নলছিটি উপজেলার আসমা আক্তার (২৫) নামের এক প্রসূতির মৃত্যু হয়েছে। তিনি ১৫ দিন আগে সন্তান প্রসব করেন।
গতকাল সোমবার সন্ধ্যায় উপজেলার দপদপিয়া ইউনিয়নের উত্তর জুরকাঠি গ্রামে এ ঘটনা ঘটে। আসমা ওই এলাকার ট্রাকচালক রুবেল মাঝির স্ত্রী।
আজকের পত্রিকাকে বিষয়টি নিশ্চিত করেছেন নলছিটি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আবদুস ছালাম।
এলাকাবাসীর সূত্রে জানা গেছে, সন্ধ্যায় আসমা প্রকৃতির ডাকে সাড়া দিয়ে কাজ শেষ করে ঘরে ফেরার পথে বজ্রপাতে ঘটনাস্থলেই মারা যান। তাঁদের দুই সন্তান রয়েছে। তাঁদের বড় ছেলের বয়স ৬ বছর।